বাংলাদেশ

তেলিহাটিতে প্রতিমন্ত্রীর পক্ষে মাসব্যাপী ইফতার বিতরণ

গাজীপুর প্রতিনিধি: ধর্মপ্রাণ মুসলমানদের জন্য মাহে রমজান একটি বিশেষ মাস। পবিত্র এ মাসে তারা আত্মশুদ্ধির সাধনায় নিবেদিত থাকেন। এই মাসটিতে অসহায় ও সাধারণ মানুষের জীবনকে একটু স্বাচ্ছন্দ্যময় করে তোলার লক্ষ্যে, গাজীপুর ৩ আসনের প্রতিটি অঞ্চলে ইফতার বিতরণ কার্যক্রমের নির্দেশনা দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী অধ্যাপিকা রুমানা আলী টুসি এমপি।

মাননীয় প্রতিমন্ত্রীর পক্ষে, শ্রীপুর উপজেলার, তেলিহাটি ইউনিয়নের ছাতিরবাজারে মাসব্যাপী ইফতার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, তেলিহাটি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল ছাত্তার আবুল। প্রতিদিন ২০০ জন গরিব, অসহায় ও সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। এই কার্যক্রমটি তেলিহাটিতে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

ইফতার বিতরণ কার্যক্রম নিয়ে আব্দুল ছাত্তার আবুল বলেন, ‘রমজান মাসে ইফতার পার্টি না করে সেই অর্থ দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের নির্দেশনাও দিয়েছেন তিনি। সেই নির্দেশনার অংশ হিসেবেই প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী, গাজীপুর ৩ আসনের মাননীয় সাংসদ অধ্যাপিকা রুমানা আলী টুসির পক্ষে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছি। মাসব্যাপী এই কার্যক্রম চলবে।’

সংশ্লিষ্ট খবর

Back to top button