ডাচ বাংলা ব্যাংক চেক লেখার নিয়ম
ডাচ বাংলা ব্যাংক চেক লেখার নিয়ম: আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা কখনো ব্যাংকে যায়নি এবং ব্যাংকে এসে চেক লেখার মাধ্যমে টাকা উত্তোলন করেনি। তাই আপনারা যারা ডাচ বাংলা ব্যাংকের নতুন গ্রাহক রয়েছেন যদি আপনাদের টাকা উত্তোলন করতে চান ডাচ বাংলা ব্যাংক থেকে তবে ডাচ বাংলা ব্যাংক চেক কিভাবে লিখবেন সেই নিয়ম সম্পর্কে জানেন না তাহলে আর চিন্তা না করে আমাদের দেওয়া আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন এবং এখান থেকে সব নিয়ম গুলো জেনে নিন।
এক নজরে দেখে নিন
আমাদের মধ্যে অনেকেই রয়েছে যে আমরা ব্যাংকের ব্যাপারে অনেক পারদর্শী কারণ অনেক আগে থেকেই আমরা ব্যাংকের সাথে জড়িত লেনদেনের বিষয়ে। তবে সবাই তো আর একরকম হয় না যে সবকিছু সবাই সমানভাবে পারবে। ঠিক সেই রকমই যারা ব্যাংকের চেক কিভাবে লিখতে হয় সে সম্পর্কে জানেন না তারা আমাদের আর্টিকেল থেকে জেনে নিন।
ব্যাংকের চেক লেখার নিয়ম
আপনারা যারা ব্যাংকের চেক লিখতে পারেন না এবং ব্যাংকের চেক লিখার নিয়ম সম্পর্কে জানতে চান তারা অবশ্যই আমাদের আর্টিকেলের এই অংশটুকু লক্ষ্য করুন। প্রথমবার ব্যাংকে যাওয়ার পর যখন চেক লিখার নিয়ম সম্পর্কে আমাদের জানা না থাকে তখন আমাদের অনেক সমস্যায় পড়তে হয় এবং অন্যের সাহায্য নিতে হয় চেক লিখার জন্য। তবে আমাদের আগে থেকে যদি জানা থাকে যে কিভাবে ব্যাংকের চেক লেখা হয় তাহলে আমাদেরকে আর সমস্যায় পড়তে হবে না এবং অন্যের সাহায্য নিতে হবে না তখন আমরা একা একাই আমাদের ব্যাংকের চেক লিখতে পারব খুব সহজেই।
আপনারা যারা ব্যাংকের চেক লেখার নিয়ম সম্পর্কে জানতে চান তাদেরকে অবশ্যই চেক লেখার আগে ব্যাংকের চেক সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া দরকার। একটি কাগজের মধ্যে বেশ কয়েকটি অপশন থাকে প্রত্যেকটি অপশন সম্পর্কে আপনার জেনে রাখা প্রয়োজন। আমরা এই অপশনগুলো শুধুমাত্র আপনাদের ভালোভাবে বোঝানোর জন্য আলাদা আলাদাভাবে ভাগ করে নিয়েছি। এবং শুধুমাত্র আপনাদের সুবিধার ক্ষেত্রে সে আলাদা আলাদা ভাগ করা অপশন গুলো আপনাদেরকে আমরা খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করব।
ডাচ বাংলা ব্যাংক চেক এর তারিখ লেখার নিয়ম
ডাচ বাংলা ব্যাংকের চেকের তারিখ লেখার জন্য কিছু নিয়ম রয়েছে অর্থাৎ আপনারা যারা নতুন রয়েছেন তারা ডাচ বাংলা ব্যাংক চেক এর তারিখ ঠিক কিভাবে লিখবেন সে সম্পর্কে আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। ডান্স বাংলা ব্যাংকের যে চেক রয়েছে সে চেক এর উপরে ডান দিকে সেখানে তারিখ লেখা থাকে। অবশ্যই আপনি সেই তারিখে সঠিক তারিখটি বসাবেন। তবে এখানে তারিখ বসানোর একটি বিষয় রয়েছে সেটি হল আপনি যে তারিখ বসাবেন সেই তারিখ হতে পূর্ববর্তী তিন মাসের মধ্যে আপনি যদি টাকা উত্তোলন না করেন সে চেক এর মাধ্যমে তাহলে সেই চেক একটি বাসি চেক হয়ে যায়।
- চেকের pay to লেখার নিয়ম
যেকেরে অংশ আপনাকে লিখতে হবে আপনি এই চেকটি কাকে প্রদান করতে চাচ্ছেন। অর্থাৎ আপনি যে ব্যক্তিকে এইচ একটি প্রদান করতে ইচ্ছুক সেই ব্যক্তি নাম এখানে লিখতে হবে। সেটা হতে পারে সংস্থার নাম বা কোন অফিসের নাম অথবা কোন ব্যক্তির নাম। আর আপনি যদি নিজেই নিজের জন্য চেক লেখেন তাহলে সেলফ হবে।
- চেক এ the sum of taka লেখার নিয়ম
এই অপশনটিতে আপনাকে লিখতে হবে টাকার পরিমান। আপনি যত টাকা উত্তোলন করতে চান সেই টাকার অংকটি আপনাকে অংকে লিখতে হবে। এরপরে সেই টাকার পরিমাণ আপনাকে সংখ্যায় লিখতে হবে। ধরুন আপনি দশ হাজার টাকা উত্তোলন করবেন তাহলে আপনাকে সংখ্যায় লিখতে হবে দশ হাজার টাকা মাত্র।
- চেক এ Tk লেখার নিয়ম
আপনি যত টাকা তুলতে চাচ্ছেন সেই টাকার অংকটি সংখ্যায় এখানে লিখে দিন। তাহলে আপনার চেক লেখার সকল কার্যক্রম শেষ হয়ে যাবে। এরপর অবশ্যই নিচে একটি সিগনেচার করতে হবে একাউন্ট হোল্ডারের