সংবাদ

ইউল্যাবের নতুন শিক্ষকদের বরণ করে নিল সিইটিএল

ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর সেন্টার ফর এক্সিলেন্স ইন টিচিং অ্যান্ড লার্নিং (সিইটিএল) সম্প্রতি নিয়োগপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের ১৫ জন নতুন সদস্যদের বরন অনুষ্ঠানের আয়োজন করেছে। ইউল্যাব ক্যাম্পাসে গত ১২ অক্টোবর বৃহস্পতিবার অনুষ্ঠিত আয়োজনে ইউল্যাবের সম্মানিত উপাচার্য, উপ-উপাচার্য এবং বিভিন্ন গবেষণা কেন্দ্রের পরিচালকেরা উপস্থিত ছিলেন।

সিইটিএলের পরিচালক ডঃ মুহাম্মদ সাজ্জাদ হোসেনের পরিচালনায় সকাল সাড়ে ৯টায় দিনের কার্যক্রম শুরু হয়। ডঃ সাজ্জাদ সূচনা বক্তব্যের পর সিইটিএল সদস্যদের পরিচয় করিয়ে দেন। পরে উপ-উপাচার্য প্রফেসর জুড উইলিয়াম জেনিলো তার বক্তব্যে একাডেমিক ক্যারিয়ার এবং যৌথ গবেষণার উপর গুরুত্ব দেন।

ইউল্যাবের উপাচার্য প্রফেসর ইমরান রহমান বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক, শিক্ষাদান পদ্ধতি ও মান নিয়ন্ত্রণ সম্পর্কে আলোচনা করেন। এছাড়া প্রফেসর শাহনাজ হুসনে জাহান, প্রফেসর সামিয়া এ সেলিম এবং মুসা মোহাম্মদ আরিফ বিল্লাহ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

উপাচার্য, উপ-উপাচার্য এবং সিইটিএল পরিচালকের সাথে নতুন শিক্ষকদের প্রশ্ন-উত্তরের মধ্যদিয়ে আয়োজনটি শেষ হয়। এই পর্বে অধ্যাপক ইমরান রহমান ইউল্যাব শিক্ষার্থীদের ২১ শতকের প্রযুক্তি শেখানোর জন্য কৃত্তিম বুদ্ধিমত্তা ব্যবহার করার জন্য শিক্ষকদের উৎসাহ দেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button