সৌদি আরবে অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশির মৃ-ত্যু
সৌদি আরবে অগ্নিদুর্ঘটনায় সাত বাংলাদেশির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় হুফুফ শহরের বাণিজ্যিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় মোট নয়জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে সাতজন বাংলাদেশি বলে প্রাথমিকভাবে শনাক্ত হয়েছেন। তাঁরা হলেন আরিফ মো. সাহাদাত, বারেক সরদার, মো. শাকিল প্রামাণিক, সাইফুল ইসলাম, রুমান প্রামাণিক, মো. ফিরোজ সরদার আলী ও মো. রব হোসাইন। বাকি দুজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
মৃত ব্যক্তিদের মধ্যে তিনজন নাটোর জেলার বাসিন্দা বলে জানা গেছে। দুর্ঘটনায় আহত দুজন কিং ফাহাদ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
হুফুফ শহরটি রাজধানী রিয়াদ থেকে ৩৫০ কিলোমিটার দূরে অবস্থিত। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। মরদেহগুলো হুফুফ কিং ফাহাদ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
রিয়াদের বাংলাদেশ দূতাবাসের শ্রমকল্যাণ উইংয়ের প্রতিনিধি দুর্ঘটনার বিষয়ে খোঁজ রাখছেন। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।