মসজিদুল হারাম থেকে বাংলাদেশি হজযাত্রী নিখোঁজ
পবিত্র হজ পালন করতে গিয়ে মসজিদুল হারাম থেকে আবদুল হক নামে এক বাংলাদেশি হজযাত্রী নিখোঁজ হয়েছেন। গত শুক্রবার (২ জুন) হোটেল থেকে বের হয়ে আসরের নামাজ পড়তে মসজিদুল হারামে যান তিনি। এরপর আর তিনি হোটেলে ফেরেননি।
গত দুদিন ধরে তিনি নিখোঁজ রয়েছেন। আবদুল হক নোয়াখালীর সেনবাগের বাসিন্দা।
আবদুল হকের ছেলে মহি ইউ খান মামুন বলেন, আমার আব্বা ও আম্মা গত ১ জুন পবিত্র হজ পালনের উদ্দেশ্যে মক্কা শরীফ যান। গত শুক্রবার আসরের নামাজের পর মসজিদুল হারাম থেকে আমার বাবা হারিয়ে যান। দুর্ভাগ্যক্রমে ওনার সঙ্গে আইডি কার্ড, মোবাইলফোন ও প্রয়োজনীয় কোন কাগজপত্র ছিল না।
পবিত্র মক্কায় সৌদি পুলিশ, সৌদির কেন্দ্রীয় হজ অফিস এবং বাংলাদেশের হজ মিশনকে অবগত করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত আমরা ওনার কোন খোঁজ পাচ্ছি না।
নিখোঁজে সময় উনার পরনে সাদা পায়জামা-পাঞ্জাবি ছিল। মক্কায় যদি কারো নজরে আসে দয়া করে নিচের ঠিকানা বা নাম্বারে যোগাযোগ করবেন।
মক্কায় ওনার হোটেলের ঠিকানা: আল সাফওয়া রয়েল অর্কিড। যোগাযোগ নম্বর ০৫৪৮৯২৯৩৬১ (মাহমুদ)। বাংলাদেশের যোগাযোগ নম্বর: ০১৬৭০৩১৮৩৫১ (মামুন)