ইসলাম

ইশরাক নামাজ পড়ার নিয়ম ও সময় জেনে নিন

সালাতুল ইশরাক বা ইশরাকের নামাজ নফল ইবাদত। যা আদায়ে অনেক সওয়াব পাওয়া যায়। ইশরাক নামাজ পড়ার নিয়ম ও সময় জেনে নিন এখনই।

ইশরাক নামাজ পড়ার নিয়ম

ইশরাক নামাজ অন্যান্য নামাজের মতোই দুই রাকাআত করে আদায় করতে হয়। ইশরাকের নামাজের জন্য সুস্পষ্ট আলাদা কোনো নিয়ম ও নিয়ত নেই। শুধু ‘আল্লাহু আকবার’ বলে শুরু করা। আর দুই দুই রাকাআত করে ৪ রাকাআত নামাজ পড়া।

ইশরাকের নামাজের সুনির্দিষ্ট রাকাআত সংখ্যারও উল্লেখ না থাকলেও কেউ কেউ দুই রাকাআত থেকে শুরু করে আট রাকাআত পর্যন্ত পড়ে থাকে। আবার কিছু সংখ্যক ওলামায়ে কেরাম বলেছেন, ইশরাকের নামাজ দুই রাকাআত করে ১২ রাকাআত পর্যন্ত পড়া যায়।

তবে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুই দুই রাকাআত করে ৪ রাকাআত পড়তেন। এটি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আমল দ্বারা প্রমাণিত।

ইশরাক নামাজের সময়

সূর্য উদিত হওয়ার পর থেকে এক বর্শা পরিমাণ উদিত মধ্যাকাশে আসার আগ পর্যন্ত এই সময়ের মধ্যে আদায় করলে ইশরাকের সালাত আদায় হয়ে যাবে। খেয়াল রাখতে হবে নবী করিম (সা.) সূর্য উদিত হওয়ার সঙ্গে সঙ্গে এই সালাত আদায় করতেন না। নবী করিম (সা.) এক বর্শা পরিমাণ অপেক্ষা করতেন।

একদল ওলামায়ে কেরাম বলেছেন, বর্শা মানে দেড় মিটারের মতো, আবার কিছু ওলামায়ে কেরাম বলেছেন, এক মিটারের মতো। এটি সময়ের সঙ্গে পরিমাপ করলে দাঁড়ায়, সূর্য উদিত হওয়ার ১০ থেকে ১২ মিনিট পর শুরু হয়। এটি যেহেতু নফল নামাজ, সেহেতু আপনি অন্য নামাজের মতোই দুই রাকাত করে আদায় করে নেবেন। এটার জন্য আলাদা কোনো নিয়ম নেই। এই নামাজের আলাদা কোনো নিয়ত নেই। শুধু আল্লাহু আকবার বলে শুরু করবেন।

জেনে নিন বিমানে যেভাবে নামাজ পড়বেন তার বিস্তারিত নিয়ম।

সংশ্লিষ্ট খবর

Back to top button