ইসলাম

সহবাসের দোয়া ও নিয়ম কানুন বাংলায় উচ্চারণ

অধিক সময় সহবাসের দোয়া ও নিয়ম, সহবাসের দোয়া বাংলা উচ্চারণ, সহবাসের আগে ও পরের দোয়া, এই দোয়া কখন পড়তে হয়? স্বামী-স্ত্রী মিলনের আগে দোয়া পড়বেন কেন? এসব নিয়েই আজকে আলোচনা করবো।

সহবাসের সময় দোয়া পড়া

আল্লাহ চাইলে— সহবাসের সময় দোয়া আপনার সন্তান লাভের মনোবাসনা পূরণ হতে পারে। আবদুল্লাহ ইবনে আব্বাস রাযি. থেকে বর্ণিত হাদিসে রাসুল (সা.) বলেছেন, ‘যখন তোমাদের কেউ আপন স্ত্রীর সঙ্গে মিলিত হওয়ার ইচ্ছা করে তখন উক্ত দোয়া পড়ে যেন মিলিত হয়। এ মিলনে যদি তাদের কিসমতে কোনো সন্তান আসে, সে সন্তানকে শয়তান কোনো ক্ষতি করতে পারবে না।’ (বুখারি, হাদিস : ৬৩৮৮)

সহবাসের দোয়া ও নিয়ম

بِسْمِ اللَّهِ ، اللَّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ ، وَجَنِّبْ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا

সহবাসের দোয়া বাংলা উচ্চারণ : বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শায়তানা, ওয়া জান্নিবিশ শায়তানা মা রাজাকতানা।

স্বামী-স্ত্রী মিলনের আগে যে দোয়া পড়বেন – সহবাসের দোয়া কখন পড়তে হয়

অর্থ : হে আল্লাহ! আপনার নামে শুরু করছি, আপনি আমাদের নিকট হতে শয়তানকে দূরে রাখুন। আমাদের এ মিলনের ফলে যে সন্তান দান করবেন, তা হতেও শয়তানকে দূরে রাখুন।’

ফজিলত

হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ আপন স্ত্রীর সঙ্গে মিলিত হওয়ার ইচ্ছা করে তখন উক্ত দোয়া পড়ে যেন মিলিত হয়। এ মিলনে যদি তাদের কিসমতে কোনো সন্তান আসে, সে সন্তানকে শয়তান কোনো ক্ষতি করতে পারবে না। (বুখারি, মুসলিম, মিশকাত)।

আরো পড়ুন – দোয়া কুনুত বাংলা উচ্চারণ, অর্থ, আমল ও পড়ার সওয়াব

হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি সহবাসের ইচ্ছা করে, তার নিয়্যাত যেন এমন হয় যে, আমি ব্যভিচার থেকে দূরে থাকবো। আমার মন এদিক ওদিক ছুটে বেড়াবে না আর জন্ম নেবে নেককার ও সৎ সন্তান। এই নিয়্যাতে সহবাস করলে তাতে সওয়াব তো হবেই সঙ্গে সঙ্গে নেক উদ্দেশ্যও পূরণ হয়।

সহবাসের দোয়া পড়তে ভুলে গেলে

সহবাসের দোয়া যে পড়ে এবং আমল করে পরবর্তীতে যাকে সন্তান দেওয়া হয়, তার জন্য এ হাদিসে ওয়াদা রয়েছে : “শয়তান তার ক্ষতি করবে না।” তবে যে এ দোয়া পড়তে ভুলে যায়, শয়তান তার সন্তানের অবশ্যই ক্ষতি করবে, এমন কিছু এ হাদিসে নেই। বরং তা কতক মনীষী থেকে বর্ণনা করা হয়েছে। তাই আল্লাহ সন্তানকে শয়তান থেকে হিফাজত করবেন, এ আশায় নিয়মিত এ দোয়াটি পড়ে নেয়া জরুরি।

সহবাসের দোয়ার ফজিলত

হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) হতে বর্ণিত যে, রাসুল রাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যখন তোমাদের স্ত্রীর সাথে যৌন মিলন বা সহবাস করার ইচ্ছা হয় তখন সহবাসের দোয়াটি পরে সহবাসে লিপ্ত হয়। এই মিলনের ফলে যদি কোন সন্তান জন্ম গ্রহন করে তাহলে শয়তান তার কোন ক্ষতি করতে পারবে না। (বুখারি, মসলিম, মিশকাত)

হজরত আলী (রা:) আনহু বলেন, সে ব্যক্তি (স্বামী ও স্ত্রী) সহবাসের ইচ্ছা করে এবং তার নিয়্যাত যদি এই হয় যে, আমি ব্যভিচার থেকে নিজেকে দূরে এবং আমার মন ঠিক রাখবো আর জন্ম নেবে নেককার ও সৎ সন্তান। এই নিয়্যাতে (স্ত্রীর সাথে সহবাস) মিলন করলে সওয়ার হওয়ার সাথে সাথে নেক উদ্দেশ্যে পূরণও হবে।

দীর্ঘ সময় সহবাস করার দোয়া

অধিক সময় সহবাস করা যাবে এমন দোয়া নেই। স্বামী ও স্ত্রী সহবাসের দোয়া পূর্বে আলোচনা করা হয়েছে। তবে অধিক সময় সহবাসের কিছু পদ্ধতি ও নিয়ম আছে যা ফলো করলে অধিক সময় সহবাস করা সম্ভব। তবে আপনার যদি যৌন সমস্যা থেকে থাকে তাহলে আপনাকে চিকিৎসা নিতে হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button