ইসলাম

সেহরি ও ইফতারের দোয়া > রোজার নিয়ত ও ইফতারের দোয়া বাংলায় উচ্চারণ

আজ আপনার সাথে সেহরি ও ইফতারের দোয়া এবং রোজার নিয়ত ও ইফতারের দোয়া বাংলায় উচ্চারণসহ শেয়ার করবো। সেহরি খাওয়ার সঠিক নিয়ম অনেকেই জানেন না।

মাহে রমজানের মাসে আপনাদের জন্য আমরা রোজার নিয়ম ও দোয়া এবং আজতে সেহরি ও ইফতারের সময় নিয়ে এই পোস্ট সাজিয়েছি।

রোজা রাখার নিয়ত আরবি

نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَارَكِ فَرْضَا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْم

রোজা রাখার দোয়া বাংলা উচ্চারণ ও 

‘নাওয়াইতু আন আছুমা গাদাম মিন শাহরি রমাজানাল মুবারাকি ফারদাল্লাকা, ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আংতাস সামিউল আলিম।’

রোজা রাখার দোয়া বাংলা অর্থ

হে আল্লাহ! আমি আগামীকাল তোমার পক্ষ থেকে পবিত্র রমজানের নির্ধারিত ফরজ রোজা রাখার ইচ্ছা পোষণ (নিয়ত) করলাম। অতএব তুমি আমার পক্ষ থেকে (আমার রোজা তথা পানাহার থেকে বিরত থাকাকে) কবুল কর, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।

রোজা রাখার নিয়ত বাংলায়

হে আল্লাহ পাক! আপনার সন্তুষ্টির জন্য আগামীকালের রমাদ্বান শরীফ-এর ফরয রোযা রাখার নিয়ত করছি। আমার তরফ থেকে আপনি তা কবুল করুন। নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা , সর্বজ্ঞাত।

ইফতারের দোয়া আরবি

بِسْمِ اللهِ – اَللَّهُمَّ لَكَ صُمْتُ وَ عَلَى رِزْقِكَ اَفْطَرْتُ

ইফতারের দোয়া বাংলা উচ্চারণ

বিসমিল্লাহি – আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা আফতারতু

ইফতারের দোয়া বাংলা অর্থ

‘আল্লাহর নামে (শুরু করছি); হে আল্লাহ! আমি তোমারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমারই দেয়া রিযিক্বের মাধ্যমে ইফতার করছি।’

ইফতারের দোয়া বাংলায়

হে আল্লাহ তায়ালা আমি আপনার নির্দেশিত মাহে রমাজানের ফরয রোজা শেষে আপনারই নির্দেশিত আইন মেনেই রোজার পরিসমাপ্তি করছি ও রহমতের আশা নিয়ে ইফতার আরম্ভ করছি। তারপর “বিসমিল্লাহি ওয়া’আলা বারাকাতিল্লাহ” বলে ইফতার করা।

সেহরি ও ইফতারের দোয়া ২০২৩

সেহরি খাওয়ার পর দোয়া

উচ্চারণ : বিসাওমি গাদান নাওয়াইতু মিন শাহরি রামাদ্বান।

অর্থ : আমি রমজান মাসের আগামীকালের রোজা রাখার নিয়ত করছি।

সংশ্লিষ্ট খবর

Back to top button