ঢাকা থেকে সিলেট বিমান ভাড়া কত?
ঢাকা থেকে সিলেট বিমান ভাড়া কত? এমন প্রশ্নের উত্তর আজ আপনাকে জানাবো। বর্তমানে ঢাকা থেকে সিলেট রুটে ইউএস-বাংলা এয়ারলাইন্স, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং নভোএয়ারের মোট ১১টি ফ্লাইট চলাচল করছে।
এক নজরে দেখে নিন
ঢাকা টু কক্সবাজার বিমান ভাড়া – অভ্যন্তরীণ বিমান ভাড়া, এয়ারলাইন্স ও ফ্লাইটের সময়সূচি
ইউএস-বাংলা এয়ারলাইন্স
ঢাকা-সিলেট রুটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রতিদিন ৪টি ফ্লাইট চলাচল করে। ঢাকা থেকে ফ্লাইটগুলো প্রতিদিন সকাল ৮টা, বেলা ১১টা ৩০ মিনিটে, দুপুর ১টা ৩০ মিনিটে ও সন্ধ্যা ৭টায় সিলেটের উদ্দেশ্যে রওনা হয়।
সিলেট থেকে ঢাকায় ফেরার ফ্লাইটগুলো ছাড়ে- সকাল ৯টা ২০ মিনিট, দুপুর ১২টা ৫০ মিনিট, দুপুর ২টা ৫০ মিনিট এবং রাত ৮টা ২০ মিনিটে।
ঢাকা থেকে যশোর সকল বিমানের সিডিউল ও ভাড়ার তথ্য
সবধরনের ট্যাক্স ও সারচার্জ মিলে ইকোনমি ক্লাসে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ঢাকা থেকে সিলেটের সর্বনিম্ন ভাড়া ৩ হাজার ৯৯৯ টাকা। রিটার্ন ভাড়া সর্বনিম্ন ৭ হাজার ৯৯৮ টাকা।
ঢাকা টু সিলেট বিমান ভাড়া ২০২৩
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা টু সিলেট রুটে প্রতিদিন ৪টি সরাসরি ও সপ্তাহে ২ দিন কানেক্টিং ফ্লাইট পরিচালনা করে।
ঢাকা থেকে তাদের দিনের প্রথম ফ্লাইটটি থাকে (রোববার ও শুক্রবার বাদে) বেলা ১১টায়। পরেরগুলো- বেলা সাড়ে ১১টায়, বিকেল ৪টা ১৫ মিনিটে এবং রাত সাড়ে ৮টায়।
সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে বিমানের ফ্লাইটগুলো সকাল ৯টা ৪৫ মিনিটে, সকাল ১০টা ৫০ মিনিটে, দুপুর ১২টা ৪০ মিনিটে, বিকেল ৫টা ৫৫ মিনিটে, ও রাত ৮টার সময় ছাড়ে।
ঢাকা থেকে চট্টগ্রাম সকল বিমানের সিডিউল ও ভাড়ার তথ্য
ঢাকা-সিলেট রুটে বিমান বাংলাদেশের সর্বনিম্ন ভাড়া ৩ হাজার ৫০০ টাকা, রিটার্ন ৭ হাজার টাকা।
এছাড়াও প্রতি রোববার ও শুক্রবার বিমানের সিলেট রুটের ফ্লাইট ঢাকা থেকে কক্সবাজার হয়ে সিলেট যায়। একইদিন সিলেট থেকে রাতে ঢাকায় ফেরে।
নভোএয়ার
নভোএয়ার বর্তমানে ঢাকা-সিলেট-ঢাকা রুটে প্রতিদিন ৩টি ফ্লাইট পরিচালনা করে। তারা সকাল ৮টা ১৫ মিনিটে, দুপুর ১২টা ও সন্ধ্যা ৭টায় ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হয়।
সিলেট থেকে ফ্লাইটগুলো প্রতিদিন সকাল ৯টা ৩৫ মিনিট, দুপুর ১টা ২০ মিনিট এবং রাত ৮টা ২০ মিনিটে ঢাকা পৌঁছায়।
সকল প্রকার সারচার্জসহ নভোএয়ারের ঢাকা-সিলেট রুটের সর্বনিম্ন ভাড়া ৩ হাজার ৯৯৯ টাকা। রিটার্ন ভাড়া ৭ হাজার ৯৯৮।
ঢাকা থেকে সিলেট বিমান টিকিট কিভাবে করবেন
আভ্যন্তরীণ বিমান ভ্রমণের জন্য পাসপোর্টের প্রয়োজন হবে না। তাই বিমান ভ্রমণের আলাদা কোন ঝামেলা নেই। আপনার জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখলেই হবে। জাতীয় পরিচয়পত্র না থাকলে যেকোন অনুমোদিত অফিস বা শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্র হলেও চলবে।
ঢাকা থেকে বরিশাল সকল বিমানের সিডিউল ও ভাড়ার তথ্য
আপনার পছন্দের বিমান অফিস থেকে ঢাকা থেকে সিলেট বিমান টিকিট করে নিতে পারবেন। ওয়েবসাইটগুলো থেকেও টিকিট করতে পারেন। যারা ডিসকাউন্ট পছন্দ করেন, তারা ট্রাভেল এজেন্সি থেকে টিকিট নিতে পারেন। সেক্ষেত্রে কিছু ডিসকাউন্টও পেয়ে যেতে পারেন।
লাগেজ সংক্রান্ত তথ্য
নিয়ম অনুযায়ী ইকোনমি যাত্রীরা প্রত্যেকে ২০ কেজি পরিমাণ চেক কৃত মালামাল বহন করতে পারবেন। তাছাড়া কেবিন লাগেজ হিসেবে ৭ কেজি মাল বহন করা যাবে। বিজনেস ক্লাসের যাত্রীরা ৩০ কেজি চেক কৃত মালামাল এবং ৭ কেজি কেবিন লাগেজ বহন করতে পারবেন। এর চাইতে বেশি লাগেজ পরিবহন করতে চাইলে অতিরিক্ত ফি দিতে হবে। এই ফি সম্পর্কে জানার জন্যে আপনার নির্দিষ্ট এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করুন।
ঢাকা থেকে রাজশাহী সকল বিমানের সিডিউল ও ভাড়ার তথ্য
অভ্যন্তরীণ বিমান ভাড়া, এয়ারলাইন্স ও ফ্লাইটের সময়সূচী
নভোএয়ারের ফ্লাইট সিডিউল দেখুন – www.flynovoair.com/travelinfo/flight_schedules
বিমান বাংলাদেশের ফ্লাইট সিডিউল দেখুন – www.biman-airlines.com/schedule
ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট সিডিউল জানতে ফোন করুন ০১৭৭৭৭৭৭৮০০ অথবা ১৩৬০৫ নম্বরে।