পদ্মা রিসোর্ট

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি রহস্যেঘেরা এ রিসোর্টে সেখানে গেলে মনে হবে কোন এক গ্রাম বাংলায় প্রবেশ করেছেন, যা গ্রাম বাংলার সম্পূর্ণ সান্নিধ্য মিলে যায় কি ভাবতেই অবাক লাগবে এই গ্রাম বাংলার পুরনো স্মৃতিগুলো যান্ত্রিক শহরে এখনো খুঁজে পাবেন সেখানে।
ভ্রমণ প্রেমিকদের জন্য ভ্রমণ ক্ষেত্রে যারা নদী ও সমুদ্র দেখতে ভালোবাসেন এবং নিলচে পানির সাথে কথা বলতে চান প্রাণ খুলে হাসতে চান তাদের জন্য এটি একটি আদর্শ স্থান।
ভ্রমণ প্যাকেজ
এই রিসোর্টটি প্রতিদিন সকাল 10 টা থেকে সন্ধ্যা 6 টা পর্যন্ত চালু থাকে। এই রিসোর্টটিতে যদি শুধু দিনের বেলা ভাড়া করতে চান তাহলে সকাল 10 টা থেকে সন্ধ্যা 6 টা পর্যন্ত থাকতে পারবেন।
এবং সে ক্ষেত্রে ভাড়া লাগবে 2300 টাকা আর যদি দিন সহ রাত ও কাটাতে চান তাহলে ভাড়া লাগবে তিন হাজার চারশত টাকা এখানে ষোলটি কটেজ রয়েছে,এই কটেজগুই মূল আকর্ষণ, এই জায়গার নদীর পাড় ঘেষে গড়ে ওঠা কটেজগুলোতে বেশ আরামদায়ক এবং নিরিবিলি সময় কাটাতে পারবেন নির্বিঘ্নে যা আপনারা ক্লান্তিময় মুহূর্তগুলোকে নিবারণে সহায়ক হবে। বুকিংয়ের জন্য যোগাযোগ করতে পারেন এই নম্বরে: ০১৭১২১৭০৩৩০, ০১৬৮৯৭৭৭৪৪৪