রাজেন্দ্র ইকো রিসোর্ট
ঢাকা শহরের নিকটবর্তী গাজীপুরে অবস্থিত এই রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট থেকে ৮ কিলোমিটার দূরে শালবনের ভেতরে প্রায় ৮০ বিঘা জমির ওপর যৌথভাবে নির্মিত হয়েছে এই ইকো রিসোর্টটি, প্রকৃতিতে সাজানো গোছান ছায়া ঘেরা যা আপনার মনের ক্লান্তি ঘোচাতে সহায়ক হবে। কারণ এটি সম্পূর্ণ বনের মধ্যে নির্মিত হয়েছে | এর অন্যতম আকর্ষণ হলো এর উপর নির্মিত অপরূপ সৌন্দর্যে নির্মিত ঝুলন্ত বেলকুনিতে খোদাই করা বিভিন্ন কারুকার্য আগত দর্শনার্থীদের যা মুগ্ধ করবে|
পথ নির্দেশিকা
সেখানে কিভাবে যাবেন? যারা ঢাকা থেকে যাবেন তারা গাজীপুর চৌরাস্তা পারহয়ে বঙ্গবন্ধু সাফারি পার্ক এর বিপরীত দিকের বড় সড়ক ধরে প্রবেশ করবেন এই গহীন অরণ্যে। এইবার হারানোর পালা ভবানীপুর বাজারের পূর্ব দিকের রাস্তা ধরে 3.9 কিলোমিটার দূরে গেলেই দেখা মিলবে এই রাজেন্দ্র ইকো রিসোর্টটি, আপনি চাইলে সেখানে যাওয়ার আগেই আপনার রিসোর্টটি বুকিং করে নিতে পারেন
ভ্রমণ প্যাকেজ
রাজেন্দ্র ইকো রিসোর্টটিতে সারাদিন অবস্থান করলে প্রতি একটি রুমের ভাড়া পড়বে তিন হাজার টাকা এর মধ্যে রয়েছে সকালের নাস্তা, দুপুরের খাবার, সন্ধ্যার নাস্তা, এবং দুজনের জন্য চার হাজার টাকা, কেউ যদি রাতে অবস্থান করতে চান তাহলে একজনের জন্য চার হাজার টাকা, সাথে থাকছে সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার, এবং দুজনের জন্য ছয় হাজার টাকা|যোগাযোগের জন্য কল করতে পারেন ০১৯১৯৩১৮০০৯, ০৯৬৮৯১১১৯৯৯