ঘুরে আসুন

সারাহ রিসোর্ট

ছুটির দিন বিলাসবহুল রিসোর্টে সকল নাগরিক সুবিধাসহ একান্ত প্রাকৃতিক পরিবেশের সান্নিধ্যে সময় কাটাতে চান? তাহলে ঘুরে আসতে পারেন সারাহ রিসোর্ট থেকে। গাজীপুরের রাজাবাড়ীতে প্রায় ২০০ বিঘা জমির ওপর গড়ে তোলা হয়েছে বিশাল এই রিসোর্টটি।

এই রিসোর্টে আছে আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত ৬টি বাংলো, ওয়াটার লজ, সুইমিং পুল, রাজা ভিউ টাওয়ার, মিনিবার, জাকোজি, জিম, মুভি থিয়েটার, বার্ড হাউজ, কিডস জোন, ইনডোর ও আউটডোর গেমসের ব্যাবস্থা, বোর্ড রাইডিং, সাইকেল রাইডিং ও মিনি চিড়িয়াখানা। চাইলে এখানে ঘুড়ি অথবা ফানুশও উড়ানো যাবে। এছাড়া জন্মদিন, বিয়ের অনুষ্ঠানসহ যেকোনো সভা-সেমিনার করার ব্যবস্থা রয়েছে সারাহ রিসোর্টে।

বিভিন্ন সুযোগ সুবিধা সম্পন্ন রেসিডেনসিয়াল কিং ভিলা, প্রিমিয়াম ভিলা, সিপিরিয়র ভিলা, সুপিরিয়র ওয়াটার লজ ও ডিলাক্স ভিলাও রয়েছে এখানে থাকার জন্য। রুমের মান এবং সুবিধার ওপর নির্ভর করে এর খরচ পড়বে ১০০০০ থেকে ৭০০০০ টাকা পর্যন্ত। আর ডে লং প্যাকেজের জন্য জনপ্রতি খরচ পড়বে ৩০০০ টাকা।

যেভাবে যাবেন সারাহ রিসোর্টে: সারাহ রিসোর্টে যাওয়ার জন্য রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে ময়মনসিংহ রাস্তা হয়ে রাজেন্দ্রপুর সেনানিবাসের দিকে যাওয়া যেকোনো বাসে উঠে আপনাকে প্রথমে নামতে হবে রাজাবাড়ি বাসস্টপে। সেখান থেকে প্রায় দুই কিলোমিটার দূরে অবস্থিত সারাহ রিসোর্টে যেতে পারবেন সিএনজি ভাড়া করে।

সংশ্লিষ্ট খবর

Back to top button