ঘুরে আসুন

যশোর কক্সবাজার বিমান টিকিট – যশোর কক্সবাজার বিমান ভাড়া

jessore to cox's bazar flight priceআকাশপথে যশোর থেকে কক্সবাজারে ভ্রমণের সুবিধা চালু করেছে ইউএস বাংলা এয়ারলাইন্স। পর্যটকরা ১ ঘণ্টা ১০ মিনিটে যশোর থেকে কক্সবাজারে বিমানে যেতে পারবেন।

আজ আপনাকে জানাবো যশোর কক্সবাজার বিমান ভাড়া কত এবং যশোর কক্সবাজার বিমান টিকিট কিভাবে কাটবেন?

Jessore To Coxs Bazar Flight Schedule Air Ticket Price of US Bangla Airlines, Biman Bangladesh Airlines & Novoair.

যশোর থেকে কক্সবাজার ফ্লাইট সমূহ

ইউএস বাংলা এয়ারলাইন্স যশোর কক্সবাজার ফ্লাইট পরিচালনা করে থাকে।

শনিবার
ইউএস বাংলা এয়ারলাইন্স – ১ টি ফ্লাইট

সোমবার
ইউএস বাংলা এয়ারলাইন্স – ১ টি ফ্লাইট

বুধবার
ইউএস বাংলা এয়ারলাইন্স – ১ টি ফ্লাইট

শুক্রবার
ইউএস বাংলা এয়ারলাইন্স – ১ টি ফ্লাইট

প্রাথমিকভাবে শনিবার, সোমবার, বুধবার ও শুক্রবার যশোর থেকে দুপুর ১টা ৪৫ মিনিটে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যায়। ১ ঘণ্টা ১০ মিনিটে ফ্লাইটটি কক্সবাজার পৌঁছায়। অপরদিকে কক্সবাজার থেকে বিকেল ৩টা ২৫ মিনিটে যশোরের উদ্দেশে ছেড়ে যায় আরেকটি ফ্লাইট।

যশোর থেকে কক্সবাজারের বিমান ভাড়া

উন্নত সেবা ও কম ভাড়ার কারণে বাংলাদেশে বিমান ভ্রমণ জনপ্রিয় হয়ে উঠেছে। বিমান ভাড়া সবসময় পরিবর্তনশীল। যশোর থেকে কক্সবাজার এর বিমান ভাড়াও এর ব্যতিক্রম নয়। ভ্রমণের তারিখ অনুযায়ী ভাড়া পরিবর্তিত হতে পারে।

যশোর টু কক্সবাজার বিমান ভাড়া

জেনে নিতে পারেন যশোর থেকে কক্সবাজার রুটের সবগুলো এয়ারলাইন্সের ভাড়ার একটি তালিকা। ভাড়া সংক্রান্ত তথ্যগুলো সংশ্লিষ্ট বিমান সংস্থার ওয়েবসাইট থেকে নেয়া হয়েছে।

ইউএস বাংলা এয়ারলাইন্স
৬,৫০০ – ৭,০০০ টাকা

সব ধরনের ট্যাক্স ও সারচার্জসহ যশোর থেকে কক্সবাজারে ওয়ান-ওয়ের ন্যূনতম ভাড়া ৬ হাজার ৫০০ টাকা এবং আসা-যাওয়ার ভাড়া ১৩ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

যশোর টু কক্সবাজার বিমান ভাড়া ২০২৩

যশোর থেকে কক্সবাজার বিমান টিকিট কিভাবে করবেন

আভ্যন্তরীণ বিমান ভ্রমণের জন্য পাসপোর্টের প্রয়োজন হবে না। তাই বিমান ভ্রমণের আলাদা কোন ঝামেলা নেই। আপনার জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখলেই হবে। জাতীয় পরিচয়পত্র না থাকলে যেকোন অনুমোদিত অফিস বা শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্র হলেও চলবে।

আপনার পছন্দের বিমান অফিস থেকে যশোর থেকে কক্সবাজার বিমান টিকিট করে নিতে পারবেন। ওয়েবসাইটগুলো থেকেও টিকিট করতে পারেন। যারা ডিসকাউন্ট পছন্দ করেন, তারা ট্রাভেল এজেন্সি থেকে টিকিট নিতে পারেন। সেক্ষেত্রে কিছু ডিসকাউন্টও পেয়ে যেতে পারেন।

লাগেজ সংক্রান্ত তথ্য

নিয়ম অনুযায়ী ইকোনমি যাত্রীরা প্রত্যেকে ২০ কেজি পরিমাণ চেক কৃত মালামাল বহন করতে পারবেন। তাছাড়া কেবিন লাগেজ হিসেবে ৭ কেজি মাল বহন করা যাবে। বিজনেস ক্লাসের যাত্রীরা ৩০ কেজি চেক কৃত মালামাল এবং ৭ কেজি কেবিন লাগেজ বহন করতে পারবেন। এর চাইতে বেশি লাগেজ পরিবহন করতে চাইলে অতিরিক্ত ফি দিতে হবে। এই ফি সম্পর্কে জানার জন্যে আপনার নির্দিষ্ট এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করুন।

অভ্যন্তরীণ বিমান ভাড়া, এয়ারলাইন্স ও ফ্লাইটের সময়সূচী

নভোএয়ারের ফ্লাইট সিডিউল দেখুন – www.flynovoair.com/travelinfo/flight_schedules

বিমান বাংলাদেশের ফ্লাইট সিডিউল দেখুন – www.biman-airlines.com/schedule

ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট সিডিউল জানতে ফোন করুন ০১৭৭৭৭৭৭৮০০ অথবা ১৩৬০৫ নম্বরে।

You Can Read The News in English – Jessore To Cox’s Bazar Air Ticket Price – Jessore Cox’s Bazar Flight Schedule 2021

সংশ্লিষ্ট খবর

Back to top button