ইসলাম

মাথা ব্যথা দূর করার দোয়া বাংলা উচ্চারণ

ব্যথার দোয়া, কোমর ব্যথার দোয়া ও মাথা ব্যথা হলে যে দোয়া পড়তে হয়। দিনভর মাথা ব্যথা নিয়ে কাজ করা বেশ অস্বস্তিকর। মাথা ব্যথার কারণে মানুষ কষ্ট পায়।

মাথা ব্যাথা হলে কী দোয়া পড়তে হবে- তা কোরআন-হাদিসে বিশেষভাবে উল্লেখ নেই। তবে আলেম-ওলামা ও ধর্মীয় বিশেষজ্ঞরা কোরআন-হাদিসের আলোকে বিভিন্ন আমল নির্ণয় করেছেন। পাশাপাশি বিভিন্ন দোয়াও উল্লেখ করেছেন। সেগুলো অনুযায়ী আমল করলে মাইগ্রেনসহ মাথা ব্যথা দ্রুত উপশম হবে ইনশাআল্লাহ।

এক. সাতবার নিম্নোক্ত দরুদটি পাঠ করা-

اللهم صلي على سيدنا محمد وعلى اله و صحبه و سلم

উচ্চারণ : আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মুহাম্মাদিন, ওয়ালা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম

দুই. উনিশবার ‘আউজুবিল্লাহি মিনাশ শাইতায়ানির রাজিম পড়া। এবং বিশতম বার ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ পড়বে।

তিন. তিন বার এই দোয়া পড়া-

اعوذ بكلمات الله التامات من شر ما تعاني و تجد و تحاذر

উচ্চারণ : আউজু বিকালিমা তিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা তুআনি ওয়া তাজিদু ওয়া তুহাজিরু।

অর্থ : যে কষ্ট আমি ভোগ করছি এবং যে অনিষ্টে আক্রান্ত হয়েছি, আল্লাহ তাআলার পূর্ণাঙ্গ বাক্যের মাধ্যমে তা থেকে মুক্তি চাচ্ছি।

একবার এই দোয়া পড়া-

اسكن ايها الوجع بالله الذي سكن له ما في السموات و ما في الارض و هو السميع العليم

উচ্চারণ : ইসকান আইয়ুহাল ওয়াজউ বিল্লাহিল লাজি সাকানা মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ্বি; ওয়া হুয়াস সামিউল আলিম।

অর্থ : হে ব্যথা-যন্ত্রণা! আল্লাহর জন্য শান্ত হয়ে যাও যার আদেশে আসমান-জমিনের সবকিছু শান্ত-সৌম্য হয়েছে এবং তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ।

চার. সাতবার নিম্নোক্ত দরুদটি পাঠ করা-

اللهم صلي على سيدنا محمد وعلى اله و صحبه و سلم

উচ্চারণ : আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মুহাম্মাদিন, ওয়ালা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম

একবার এই দোয়া পড়া

بسم الله الشافي بسم الله الكافي اللهم اشفني و عافني و اعفو عني

উচ্চারণ : বিসমিল্লাহিশ শাফি, বিসমিল্লাহি কাফি; আল্লাহুম্মাশ ফিনি ওয়াফিনি ওয়া‘ফু আন্নি

অর্থ : আরোগ্যদাতা আল্লাহর নামে, পূর্ণতা দানকারী আল্লাহর নামে; হে আল্লাহ! আমাকে সুস্থতা দান করুন, আমাকে আরোগ্য দিন এবং আমাকে ক্ষমা করুন।

ছয় বার ‘আউজুবিল্লাহি মিনাশ শাইতায়ানির রাজিম পড়া এবং একবার ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ পড়া।

এগুলো পড়া শেষে সম্ভব হলে হাত দিয়ে তিনবার মাটিতে মৃদুভাবে আঘাত করবে, যেন ব্যথা মাটিতে স্থানান্তরিত হয়।

পাঁচ. উসমান ইবনে আবিল আস (রা.)-এর ব্যাপারে বর্ণিত আছে, তিনি রাসুল (সা.)-কে জানিয়েছিলেন যে, যখন ইসলাম গ্রহণ করেছিলেন, তখন থেকে তিনি তার শরীরে ব্যথা অনুভব করছেন।

তখন রাসুল (সা.) বললেন, “যে স্থানে তোমার ব্যথা হচ্ছে, সেখানে হাত রেখে তিন বার ‘বিসমিল্লাহ’ বলো। সাত বার ‘আউজু বিকুদরাতিহি মিন শাররি মা তুআনি ওয়া তাজিদু ওয়া তুহাজিরু।
(শুরুহুল হাদিস, হাদিস : ১৫৮)

সংশ্লিষ্ট খবর

Back to top button