আজকের আবহাওয়ার খবর ৪ এপ্রিল ২০২৩ > Today Weather Update 4 April 2023
এক নজরে দেখে নিন
এই আবহাওয়ার খবর ৪ এপ্রিল ২০২৩ সকাল ৯টা থেকে আগামীকাল ৫ এপ্রিল সকাল ৯টা পর্যন্ত প্রযোজ্য হবে।
Today Weather Update 4 April 2023
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, গরম আরও বাড়তে পারে। অন্তত আগামী দুই দিন গরম পড়তে পারে। এক সপ্তাহের বেশি সময় ধরে এমন পরিস্থিতি থাকবে। এ সময় দেশের কোথাও কোথাও মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
আজকের আবহাওয়ার খবর ৪ এপ্রিল ২০২৩
আবহাওয়া অফিস আবহাওয়ার পূর্বাভাসে বলেছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু–এক জায়গায় দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আগামীকালের আবহাওয়ার খবর ৫ এপ্রিল ২০২৩
আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ০৬ টা ১৬ মিনিট এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ৪৭ মিনিটে। গত ২৪ ঘণ্টায় এই ৪৪টি স্টেশনের মধ্যে ৭টি স্টেশন বাদে কোথাও বৃষ্টি হয়নি। এ সময় সর্বোচ্চ বৃষ্টি হয় চট্টগ্রামে ৩৭ মিলিমিটার। এ ছাড়া অন্য স্টেশনগুলোর মধ্যে শ্রীমঙ্গলে ৩৩ মিলিমিটার, কক্সবাজারে ১৬ মিলিমিটার বৃষ্টি হয়।
আগামীকালের আবহাওয়া কেমন থাকবে?
আগামীকালের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।