আজকের আবহাওয়ার খবর ৩০ মার্চ ২০২৩ > Today Weather Update 30 March 2023
এক নজরে দেখে নিন
এই আবহাওয়ার খবর ৩০ মার্চ ২০২৩ সকাল ৯টা থেকে আগামীকাল ৩১ মার্চ সকাল ৯টা পর্যন্ত প্রযোজ্য হবে।
Today Weather Update 30 March 2023
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দেশের ৮টি বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে । সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
আজকের আবহাওয়ার খবর ৩০ মার্চ ২০২৩
লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি. বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আগামীকালের আবহাওয়ার খবর ৩১ মার্চ ২০২৩
আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ০৬ টা ১৩ মিনিট এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ৫২ মিনিটে। পরবর্তী ৭২ ঘণ্টায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে ।