লাইফস্টাইল

মেয়েরা কিভাবে প্রেমে পড়ে জানলে অবাক হয়ে যাবেন

মেয়েরা কিভাবে প্রেমে পড়ে? এমন চিন্তায় অনেক ছেলের ঘুমে নেই। আবার ছেলেরা কিভাবে প্রেমে পড়ে? এমন প্রশ্নের উত্তর খোঁজেন মেয়েরাও। কারণ মেয়েরাও ছেলেদের প্রেমে পড়ার জন্য উন্মুখ হয়ে থাকেন।

কয়েকটি লক্ষণ দেখলেই বুঝতে পারবেন মেয়েরা কিভাবে ভালোবাসা প্রকাশ করে? এবং মেয়েরা কত বছর বয়সে প্রেমে পড়ে? সেই লক্ষণ গুলো নিয়ে আজ আলোচনা করবো।

১. আপনি কোনো একটা মজার কথা বললেন, উপস্থিত সকলেই খুব খুশি হলো, কিন্তু সে যেন একটু বেশিই হাসছে! সেইসঙ্গে আপনাকেও বেশ মনোযোগী দৃষ্টিতে দেখছে। মনোবিজ্ঞানীদের মতে এটা কিন্তু প্রেমে পড়ারই লক্ষণ।

২. আপনার দিকে ক্ষণে ক্ষণেই চেয়ে থাকছে, পাশ থেকে কেউ কিছু বললেও তেমন গুরুত্ব দিচ্ছে না, সেই চাহনির মধ্যে একটা ভালোবাসা আছে, তাহলে কিন্তু মেয়েটি আপনার প্রেমে পড়ে গেছে।

৩. শুধুমাত্র একটু কাছে আসার জন্য, একসাথে সময় কাটানোর জন্য আপনাকে বারবার দেখা করার অজুহাত দিচ্ছে, আপনার সাথে একান্তে দেখা করার জন্য পীড়াপীড়ি করছে, তাহলে বুঝবেন মেয়েটি আপনার প্রেমে পাগল।

৪. একটু বেশিই আপনাকে ছুঁতে চাইছেন তিনি, কারণে অকারণে গায়ে হাত লেগে যাচ্ছে। মিষ্টি হেসে আপনাকে সরিও বলছে। এগুলো কিন্তু আসলে একটু ছোঁয়ার প্রবল ইচ্ছা থেকেই করছে। আর এর মানেই মেয়েটি আপনার জন্য পাগল।

৫. আপনার সামনে বসে থাকার সময় চুল নিয়ে খেলছে, আপনার দিকে তাকিয়ে চুল আঙুলে করে পাকাচ্ছে। যদি এমনটা করে তাহলে বুঝবেন মেয়েটি কিন্তু আপনার সাথে প্রেম করার জন্য একেবারেই রাজি।

সংশ্লিষ্ট খবর

Back to top button