লাইফস্টাইল

Physical Relation : শারীরিক সম্পর্ক কি? সম্পর্কে শারীরিক ঘনিষ্ঠতা কতটা জরুরি

শারীরিক সম্পর্ক (Physical Relation) কিভাবে করতে হয়? বিয়ের আগে শারীরিক সম্পর্ক করা কী নিরাপদ? প্রথমবার শারীরিক সম্পর্ক করার নিয়ম নিয়ে আজ আলোচনা করবো। (Sexual Life) শারীরিক সম্পর্কের উপকারিতা – এক কথায় বলে শেষ করা যাবে না। এই সম্পর্ক একটি দাম্পত্য জীবনকে যেমন সুন্দর করে তেমনই মাঝে মধ্যে নানা অশান্তির কারণও হয়ে উঠে।

শারীরিক সম্পর্কের আগে অনেকেই করেন। প্রথমবার শারীরিক সম্পর্ক করার সময় যে ভুলগুলো কখনই করবেন না – সে বিষয়ে এই পোস্টে আলোচনা করা হয়েছে।

শারীরিক সম্পর্ক কিভাবে করতে হয়

শারীরিক সম্পর্ক কিভাবে করতে হয়? এমন প্রশ্নের উত্তর জানতে অনেকেই আগ্রহী। প্রথমবার শারীরিক সম্পর্ক করার সময় ছেলে ও মেয়ে উভয়ের মনেই ভয় থাকে। বিশেষ করে মেয়েদের মনে নানা রকম ভয় থাকে। মনে রাখবেন, অতিরিক্ত চিন্তার কারণেই এমন ভয় হয়।

অনভিজ্ঞ একজন ছেলে বা মেয়ে জীবনে প্রথম শারীরিক সম্পর্ক করার সময় প্রচন্ড উত্তেজিত থাকে। তবে মেয়েদের উত্তেজিত হতে ছেলেদের চেয়ে বেশি সময় লাগে।

সব কাজে যেমন তাড়াহুড়ো করা ভালো নয় তেমনই প্রথমবার শারীরিক সম্পর্ক করার সময় ধীর প্রক্রিয়া অনুসরণ করা উচিত।

শারীরিক সম্পর্ক দীর্ঘস্থায়ী করার উপায়

সহবাস বা শারীরিক সম্পর্ক দীর্ঘস্থায়ী করার কিছু সহজ ও কার্যকরি উপায় নিয়ে আজ আলোচনা করবো। অধিক সময় শারীরিক সম্পর্ক করার বিষয়টি অনেকটা পুরুষের সক্ষমতার উপর নির্ভর করে। কিছু উপায় অবলম্বন করে পুরুষরা তাদের সময়কাল দীর্ঘায়িত করতে পারেন।

সব ছেলেমেয়েই বিয়ের পর নিজের প্রতি আর আগের মত যত্ন নেন না। নিজেকে সাজানো, নিজের সৌন্দর্য রক্ষা করা, শরীর ঠিক রাখার মত কাজগুলো করেন না। এ কারণে একে অন্যের থেকে আকর্ষণ হারিয়ে ফেলেন।

What is physical relationship? How important is physical intimacy in a relationship?

সঙ্গীর চোখে আপনি হয়ে পড়তে থাকেন সাদামাটা। শারীরিক সম্পর্ক দীর্ঘস্থায়ী করার জন্য দুজনে কোথাও বেড়াতে যাওয়া যেতে পারেন। রোম্যান্টিক ডেটিং বা রোম্যান্টিক মেসেজ দিয়েও বেশ ভালো উপকার মিলবে।

বেশি বেশি রোমান্টিকতার চর্চা করুন। যা প্রেম ও অন্যান্য সম্পর্কের জীবনে সুন্দর করবে।

বিয়ের আগে শারীরিক সম্পর্ক করলে কি হয়?

ইসলামের দৃষ্টিতে বিয়ের আগে শারীরিক সম্পর্ক করা সম্পূর্ণ হারাম এবং মহাপাপ। এ ধরনের পাপ একজন ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। এই কারণে যদি সন্তান গর্ভে আসে তাহলে তা অবৈধ সন্তান বলে বিবেচিত হবে।

বিয়ের আগে শারীরিক সম্পর্কে জড়ালে অনাকাঙ্খিত গর্ভধারণও হতে পারে। এই গর্ভধারণের জন্য মেয়েদের অনেক সমস্যার মধ্য দিয়ে যেতে হয়। কোন কারণ সম্পর্কটি ভেঙে গেলে মেয়েদের মানসিক চাপ পড়ে।

শারীরিক সম্পর্কের উপকারিতা

শারীরিক সম্পর্ক শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এটি শরীরচর্চা হিসেবেও কাজ করে। ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে রাখে। হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমায়। এছাড়া শারীরিক সম্পর্কে পর ভালো ঘুম হয়।

প্রথমবার শারীরিক সম্পর্ক করার নিয়ম

প্রথমবার শারীরিক সম্পর্ক করার সময় অবশ্যই দুইজনের সম্মতি থাকতে হবে। আপনি হয়তো শারীরিক সম্পর্কে আগ্রহী, কিন্তু আপনার সঙ্গী বা সঙ্গিনী নাও আগ্রহী হতে পারেন। তবে আপনার প্রতি ভালোবাসা থেকে তিনি হয়তো রাজি হয়েও যেতে পারেন।

মনে রাখবেন, এই সিদ্ধান্ত আপনাকে মানসিক চাপে ফেলে দিতে পারে। তাই শারীরিক সম্পর্কের জন্য কোন ধরণের জোর করা যাবে না। অনেক সময় দেখা যায়, শারীরিক সম্পর্ক এবং তার পরবর্তী জীবন নিয়ে প্রত্যেকের আলাদা পরিকল্পনা থাকে। এজন্য আগেই আলোচনা করে নিন।

শারীরিক সম্পর্ক নিয়ে কথা বলতে অস্বস্তি কেন? দু’জনেই রাজি থাকলে বিষয়টি নিয়ে আগে ভাগেই কথা বলে নেওয়া ভালো। এতে শারীরিক সম্পর্কের সময় আরও বেশি উচ্ছ্বসিত হতে পারবেন। তবে এসব ঘটনা গল্পের ছলে কখনই কারো সাথে শেয়ার করবেন না। মনে রাখবেন, এতে যেমন আপনার সঙ্গী বা সঙ্গিনীর সমস্যা হতে পারে। তেমনই আপনারও হতে পারে।

সংশ্লিষ্ট খবর

Back to top button