মেয়েরা ছেলেদের কোন জিনিস বেশি পছন্দ করে? জানলে অবাক হবেন
আজকের এই প্রতিবেদনে এসব বিষয় নিয়েই আলোচনা করবো। বেশিরভাগ মেয়েরাই একটু লাজুক প্রকৃতির হয়। তারা ছেলেদের সামনে থেকে ছেলেদের ব্যাপারে তেমন কিছু বুঝতে না দিলেও, গোপনে কিন্তু প্রায় ছেলেকে বিচার করতে ভুল করে না।
মেয়েরা একটু আড়াল থেকেই নিজের সন্ধানী দৃষ্টি রাখতে ভালোবাসে। তবে প্রতি পুরুষদের মধ্যেই একটা নির্দিষ্ট জিনিস খুঁজে থাকে মেয়েরা। চলুন দেখে নেওয়া যাক-
বডি ল্যাঙ্গুয়েজ: কোনো মানুষ কেমন সেটা তার বডি ল্যাঙ্গুয়েজ দেখেই অনেকটা অনুমান করা যায়। বডি ল্যাঙ্গুয়েজ দেখেও মেয়েরা ছেলেদের সম্পর্কে ধারণা করতে চায়। কোনো ছেলের বডি ল্যাঙ্গুয়েজের বিষয়গুলি খতিয়ে দেখে মেয়েরা তার মনের অবস্থাটার একটা আভাস পেতে চায়।
পোশাক এর ধরণ: পোশাক যেকোনো ব্যাক্তির ব্যাক্তিত্ব প্রকাশ করে। কোনো মানুষের পোশাক তার সামাজিক অবস্থান, ব্যক্তিত্ব, সব কিছুরই পরিচয় বহন করে। কাজেই যখন কোনো মেয়ে কোনো ছেলেকে দেখে তখন তার পোশাক দেখেই তার চরিত্র সম্পর্কে ধারণা তৈরি করে ফেলে।
তাকানোর ভঙ্গি: মেয়েরা ছেলেদের যেই জিনিসটির উপর সবথেকে বেশি লক্ষ করে সেটি হলো- ছেলেটির তাকানোর ভঙ্গি। মেয়েদের কাছে একটা বিশেষ ধরনের প্রতিভা থাকে তা হলো- তারা যেকোনো ছেলের তাকানোর ভঙ্গি দেখে খুব সহজেই বুঝে নিতে পারে ছেলেটি কেমন। তাকানোর ভঙ্গি যদি ভালো হয় তবে যেকোনো মেয়েই তার সাথে কথা বলতে আগ্রহী হবে।
মেয়েরা প্রথম দেখাতে ছেলেদের কোন দিকে তাকায়?
পরিষ্কার পরিচ্ছন্নতা: আমরা সকলেই জানি যে মেয়েরা পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করে। এলোমেলো জিনিস মোটেই পছন্দ না মেয়েদের। তবে একটা জিনিস জানলে হয়তো একটু অবাক হবেন, সেটি হলো মেয়েরা এলোমেলো টাইপের ছেলেদের মনে মনে একটু বেশিই পছন্দ করে।
পায়ের জুতো: পোশাকের মতো পায়ের জুতো ও সমান গুরুত্বপূর্ণ। ছেলেরা অনেকেই এই জিনিসটি তে লক্ষ দেয় না। পোশাকের মত জুতোর দিকেও সকল মানুষের নজর যায়। মেয়েরা জুতার দিকে তাকিয়েই একাধিক বিষয় আঁচ করতে পারে।
মনোযোগী শ্রোতা: এটা তো আমরা সবাই জানি যে, মেয়েরা একটু বেশিই বকবক করতে পছন্দ করে। ফলে প্রতিটা মেয়েই চাই যে, কেউ তার কথা মনোযোগ দিয়ে শুনুক, তাকে গুরুত্ব দিক। একটি মেয়ে একটি ছেলের দিকে তাকিয়ে খেয়াল করে, কতটা মনোযোগী হয়ে ছেলেটি অন্যদের কথা শুনছে। অন্যদের কথা শোনার মানসিকতা ছেলেটির মধ্যে রয়েছে কি না।