চাকরির খবর

৪৫ তম বিসিএস পরীক্ষার তারিখ ঘোষণা – সম্ভাবনা মে মাসের প্রথম সপ্তাহে

মে মাসের প্রথম সপ্তাহে ৪৫ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিসিএস পরীক্ষার তারিখ সম্পর্কে সর্বশেষ তথ্য জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

৪৫ তম বিসিএস পরীক্ষায় আবেদন করেছেন ৩ লাখ ৪৬ হাজার প্রার্থী। এখান থেকে নেওয়া হবে মোট ২ হাজার ৩০৯ জন ক্যাডার এবং ১ হাজার ২২ জন নন-ক্যাডার।

২০২২ সালের ৩০ নভেম্বর ৪৫ ম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ১০ ডিসেম্বর আবেদনের শুরু হয়ে শেষ হয় ৩১ ডিসেম্বর।

৪৫ তম বিসিএস পরীক্ষার তারিখ সম্পর্কে সর্বশেষ তথ্য 

চলতি বছরের (২০২৩) মার্চের দ্বিতীয় সপ্তাহে পিএসসি ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নিতে চেয়েছিলো কিন্তু ওই সময়ে পিএসসি নির্ধারিত প্রেসে প্রশ্ন ছাপানোর শিডিউল পায়নি।

এখনো সেই প্রেস থেকে প্রশ্ন ছাপানোর নির্দিষ্ট তারিখ পিএসসিকে জানানো হয়নি। তবে প্রশ্ন ছাপানোর তারিখ এরই মধ্যে নির্ধারন করবে বলে আশা করছে পিএসসি। সেই অনুসারে মে মাসের একটি সুবিধাজনক সময়ে ৪৫তম বিসিএস পরীক্ষা নেওয়ার পরিকল্পনা আছে পিএসসির। আগামীকাল পরীক্ষার তারিখ নির্ধারনের জন্য কোন সভা আছে কি না জানতে চাইলে একজন কর্মকর্তা বলেন, আগামীকাল এ বিষয়ে কোন নির্ধারিত সভা নেই।

৪৬ তম বিসিএস সার্কুলার ২০২৩

পিএসসি বলছে, ৪৫তম বিসিএসের সর্বশেষ তথ্য অনুসারে, এতে আবেদন করেছেন ৩ লাখ ৪৬ হাজার প্রার্থী। গত বছরের ৩০ নভেম্বর পিএসসির ওয়েবসাইটে ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ১০ ডিসেম্বর আবেদন শুরু হয়ে শেষ হয় ৩১ ডিসেম্বর। ৪৫তম বিসিএসের মাধ্যমে মোট ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে। নন-ক্যাডারে নেওয়া হবে ১ হাজার ২২ জনকে।

৪৫ তম বিসিএসে ক্যাডার সংখ্যা ২ হাজার ৩০৯ টি

৪৫তম বিসিএসে ২ হাজার ৩০৯ ক্যাডারের মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হবে চিকিৎসায়। সহকারী ও ডেন্টাল সার্জন মিলিয়ে ৫৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে। চিকিৎসার পর সবচেয়ে বেশি শিক্ষা ক্যাডারে নিয়োগ পাবেন ৪৩৭ জন। এরপর পুলিশে ৮০, কাস্টমসে ৫৪, প্রশাসনে ২৭৪ জনকে নিয়োগ দেওয়া হবে।

প্রিলিমিনারি পরীক্ষায় ২০০ নম্বরের এমসিকিউ প্রশ্ন থাকবে। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর এবং ভুল উত্তর দিলে প্রতিটি ভুলের জন্য মোট প্রাপ্ত নম্বর থেকে শূন্য দশমিক ৫০ নম্বর করে কাটা যাবে।

এদিকে ৪৫তম বিসিএসের আবেদন করতে গিয়ে সমস্যা হওয়ায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ক্যাডার ও নন-ক্যাডার পদের কোড সংশোধন করেছে। প্রথমবারের মতো ক্যাডার পদের পাশাপাশি নন-ক্যাডার পদের সংখ্যা বিসিএস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

ছয় বছরের মধ্যে ৪৫তম বিসিএসে সবচেয়ে কম আবেদন হয়েছে। আবেদনের সময় ক্যাডার পদে যেমন পছন্দ নির্দিষ্ট করে দেওয়া যায়, তেমনি নন-ক্যাডার পদেও পছন্দের তালিকা নির্দিষ্ট করে দিতে পেরেছেন প্রার্থীরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button