বিনোদন

জয়া আহসান প্লাস্টিক সার্জারি করেছেন কি?

জয়া আহসান প্লাস্টিক সার্জারি করেছেন কিনা এনিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। জয়া আহসানের বয়স নিয়েও নানা প্রশ্ন রয়েছে। এছাড়া কৌতুহল রয়েছে জয়া আহসানের শিক্ষাগত যোগ্যতা নিয়ে।

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ২০১৩ সালে ‘আবর্ত’ দিয়ে ভারতের বাংলা ছবিতে অভিনয় শুরু করেন। তার প্রথম পরিচালক অরিন্দম শীল। অরিন্দমের আরেক ছবি ঈগলের চোখেও দেখা গেছে জয়াকে।

একসময় তিনি জয়া আহসানকে নিয়ে বলেছিলেন, জয়া বোধহয় কিছু একটা করেছে ওর মুখে।

ইঙ্গিত ছিল- জয়া আহসান প্লাস্টিক সার্জারি করেছেন কি? জয়া ওপার বাংলার অনেক নামি পরিচালকের সঙ্গে কাজ করলেও অরিন্দমের সঙ্গে সম্পর্কটা বরাবরই ছিল অন্য রকম। সেই সম্পর্কে প্রশ্নবোধক চিহ্ন একে দিয়েছে অরিন্দমের এই মন্তব্য।

অরিন্দমের কাছে জানতে চাওয়া হয়েছিল তার প্রিয় নায়িকা প্রসঙ্গে। উত্তর দিতে গিয়ে জয়াকে তিনি রাখেন দুই নম্বরে। অথচ আগে সব সময়ই তার পছন্দের শীর্ষে ছিলেন জয়া।

হঠাৎ কী এমন হলো? উত্তরে পরিচালক ইঙ্গিত করেছিলেন সার্জারির দিকে। অরিন্দমের এমন মন্তব্য ভালোভাবে নেননি জয়া আহসান।

তিনি বলেন, ‘যে রুচিশীল মানুষটার হাত ধরে এই ইন্ডাস্ট্রিতে এসেছিলাম, সেই মানুষটার রুচির সঙ্গে এই কথাগুলো যিনি বলেছেন তাকে আমি মেলাতে পারছি না।’

অরিন্দম তার সাক্ষাৎকারে আরো কয়েকজন অভিনেত্রীর সার্জারির ব্যাপারে বলেছেন। কিন্তু তাদের কারো নাম উল্লেখ করেননি।

এটাও অবাক করেছে জয়া আহসানকে। তিনি বলেন ‘দেখলাম উনি আরো দুজন অভিনত্রীর ব্যাপারেও একই সন্দেহ প্রকাশ করেছেন। কিন্তু তাদের নাম উনি নেননি। এটা আমার কাছে আশ্চর্য লাগল।’

সংশ্লিষ্ট খবর

Back to top button