চাকরির খবর
বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক নিয়োগ ২০২৩ [Navy Civil Jobs 2023]
এক নজরে দেখে নিন
বাংলাদেশ নৌবাহিনীতে আবেদনের যোগ্যতা
বিভিন্ন পদ অনুযায়ী আবেদনের যোগ্যতা অষ্টম শ্রেণি পাস/সমমান থেকে স্নাতক (সম্মান)/সমমান।
নৌবাহিনী বেসামরিক পদে আবেদনের নিয়ম জেনে নিন
টেলিটকের ওয়েবসাইটের মাধ্যমে ১৪ মার্চ সকাল ১০টা থেকে আবেদন করা যাবে। আগামী ৪ এপ্রিল ২০২৩ তারিখ বিকাল ৫টা পর্যন্ত আবেদনের সুযোগ থাকবে।
বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ ২০২৩
বাহিনীর নাম – বাংলাদেশ নৌবাহিনী (Bangladesh Navy)
চাকরির ধরন – বেসামরিক পদে চাকরি
মোট পদের সংখ্যা – ১৩০টি
পদের ক্যাটাগরি – ৩৬টি
আবেদনের লিংক – http://bndcp.teletalk.com.bd
অফিসিয়াল ওয়েবসাইট – https://www.navy.mil.bd
নৌবাহিনী বেসামরিক নিয়োগের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় দরকারি কাগজপত্র
- সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে।
- পূরণকৃত আবেদনপত্র সহ প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কতক সত্যায়িত সকল সনদপত্রের এক সেট ফটোকপি এবং ৩ কপি পাসপোর্ট সাহজের সত্যািত ছবি দাখিল করতে হবে।
- জেলার স্থায়ী বাসিন্দা প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর/পৌর চেয়ারম্যান/মেয়র/সিটি কর্পোরেশনের মেয়র কর্তৃক পদ সনদপত্র জমা দিতে হবে।
- মুক্তিযোদ্ধা কোটার প্রমান হিসেবে (মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি-নাতনিদের জন্য) মন্ত্রণালয় থেকে সনদপত্র
- আবেদনকারী মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি-নাতনি হলে সে মর্মে সংশ্লষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক ইস্যুকৃত পিতা-মাতার নাম এবং বীর মুক্তিযোদ্ধার /শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র/কন্যার নাম উল্লেখসহ বীর মুক্তিযোদ্ধার সাথে সম্পর্কের সুস্পষ্ট প্রত্যয়নপত্র।
- আবেদনকারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়তুত্ত হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক সনদপত্র।
- আবেদনকারী প্রতিবন্ধী হলে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রতিবন্ধী সনদপত্র।
- এতিম প্রার্থীর ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক রেজিস্ট্রিকৃত এতিমখানা/শিশুসদন কর্তৃক প্রদত্ত সনদপত্র।
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ক্ষেত্রে “সংশিষ্ট প্রার্থী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য” এই মর্মে জেলা আনসার আ্যাডজুট্যান্ট কর্তৃক প্রদত্ত সনদপত্র।
- সরকারি, আধাসরকারি ও স্থায়নতশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রাহীগণকে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি /ছাডপত্রের মুলকপি জমা দিতে হবে।
- বৈধ জাতীয় পরিচয়পত্রের মূলকপি প্রদর্শন করতে হবে এবং ১এক কপি প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ফটোকপি লাগবে।