বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক নিয়োগ ২০২৩ [Navy Civil Jobs 2023]
বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক নিয়োগ ২০২৩ সার্কুলার প্রকাশ করা হয়েছে। ৩৬ পদে ১৩০ জন বেসামরিক কর্মী নিয়োগ দেওয়া হবে। Navy Civil Jobs 2023 এর আবেদন করতে হবে অনলাইনে। টেলিটকের ওয়েবসাইটের মাধ্যমে (http://bndcp.teletalk.com.bd) ১৪ মার্চ সকাল ১০টা থেকে আবেদন করা যাবে। আগামী ৪ এপ্রিল ২০২৩ তারিখ বিকাল ৫টা পর্যন্ত আবেদনের সুযোগ থাকবে।
এক নজরে দেখে নিন
বাংলাদেশ নৌবাহিনীতে আবেদনের যোগ্যতা
বিভিন্ন পদ অনুযায়ী আবেদনের যোগ্যতা অষ্টম শ্রেণি পাস/সমমান থেকে স্নাতক (সম্মান)/সমমান।
নৌবাহিনী বেসামরিক পদে আবেদনের নিয়ম জেনে নিন
টেলিটকের ওয়েবসাইটের মাধ্যমে ১৪ মার্চ সকাল ১০টা থেকে আবেদন করা যাবে। আগামী ৪ এপ্রিল ২০২৩ তারিখ বিকাল ৫টা পর্যন্ত আবেদনের সুযোগ থাকবে।
বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ ২০২৩
বাহিনীর নাম – বাংলাদেশ নৌবাহিনী (Bangladesh Navy)
চাকরির ধরন – বেসামরিক পদে চাকরি
মোট পদের সংখ্যা – ১৩০টি
পদের ক্যাটাগরি – ৩৬টি
আবেদনের লিংক – http://bndcp.teletalk.com.bd
অফিসিয়াল ওয়েবসাইট – https://www.navy.mil.bd
নৌবাহিনী বেসামরিক নিয়োগের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় দরকারি কাগজপত্র
- সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে।
- পূরণকৃত আবেদনপত্র সহ প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কতক সত্যায়িত সকল সনদপত্রের এক সেট ফটোকপি এবং ৩ কপি পাসপোর্ট সাহজের সত্যািত ছবি দাখিল করতে হবে।
- জেলার স্থায়ী বাসিন্দা প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর/পৌর চেয়ারম্যান/মেয়র/সিটি কর্পোরেশনের মেয়র কর্তৃক পদ সনদপত্র জমা দিতে হবে।
- মুক্তিযোদ্ধা কোটার প্রমান হিসেবে (মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি-নাতনিদের জন্য) মন্ত্রণালয় থেকে সনদপত্র
- আবেদনকারী মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি-নাতনি হলে সে মর্মে সংশ্লষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক ইস্যুকৃত পিতা-মাতার নাম এবং বীর মুক্তিযোদ্ধার /শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র/কন্যার নাম উল্লেখসহ বীর মুক্তিযোদ্ধার সাথে সম্পর্কের সুস্পষ্ট প্রত্যয়নপত্র।
- আবেদনকারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়তুত্ত হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক সনদপত্র।
- আবেদনকারী প্রতিবন্ধী হলে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রতিবন্ধী সনদপত্র।
- এতিম প্রার্থীর ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক রেজিস্ট্রিকৃত এতিমখানা/শিশুসদন কর্তৃক প্রদত্ত সনদপত্র।
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ক্ষেত্রে “সংশিষ্ট প্রার্থী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য” এই মর্মে জেলা আনসার আ্যাডজুট্যান্ট কর্তৃক প্রদত্ত সনদপত্র।
- সরকারি, আধাসরকারি ও স্থায়নতশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রাহীগণকে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি /ছাডপত্রের মুলকপি জমা দিতে হবে।
- বৈধ জাতীয় পরিচয়পত্রের মূলকপি প্রদর্শন করতে হবে এবং ১এক কপি প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ফটোকপি লাগবে।