২৮০০০ বেতনে বেসরকারি ব্যাংকে নিয়োগ, লাগবে না অভিজ্ঞতা

শ্রীলংকাভিত্তিক কর্মাসিয়াল ব্যাংক অব সিলন পিএলসি সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি ২০০৩ সাল থেকে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে। সেই ধারাবাহিকতায় এবার বাংলাদেশ পরিচালিত শাখাগুলোতে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীদের ইমেইলের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে।

পদের নাম : ট্রেইনি এক্সিকিউটিভ। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : কমপক্ষে স্নাতক পাস। তবে সিজিপিএ ৪ স্কেলে কমপক্ষে ৩ পয়েন্ট থাকতে হবে।

স্নাতকোত্তর ডিগ্রি থাকলে বাড়তে যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

এছাড়া ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। এমএস অফিসের কাজে দক্ষ হতে হবে। বাংলাদেশের যেকোনো স্থানে কাজের আগ্রহ থাকতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন ২৮০০০ টাকা। প্রথমে ট্রেইনি হিসেবে ১৮ মাস এই বেতন প্রদান করা হবে। ট্রেনিং পিরিয়ড শেষে স্থায়ী হিসেবে বেতন ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদন যেভাবে : আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে সিভি পাঠাতে হবে [email protected]

আবেদনের শেষ তারিখ : ১৫ মার্চ, ২০২৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *