পাবলিক পরীক্ষায় চ্যাটজিপিটির ফেল!
ওপেন এআই-এর চ্যাটজিটিপি ভারতের সবচেয়ে বড় প্রতিযোগিতামূলক পাবলিক পরীক্ষায় ফেল করেছে বলে জানা গেছে। প্রতিবেদন অনুসারে, চ্যাটজিপিটি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি) অধীন ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় ফেল করেছে। পরীক্ষাটি বিশ্বের অন্যতম কঠিন পরীক্ষাগুলোর একটি বলে মনে করা হয়।
বেঙ্গালুরুভিত্তিক অ্যানালিটিক্স ইন্ডিয়া ম্যাগাজিন জানায় সিভিল সার্ভিস পরীক্ষায় ভূগোল, অর্থনীতি, ইতিহাস, বাস্তুশাস্ত্র, সাধারণ বিজ্ঞান এবং কারেন্ট অ্যাফেয়ার্স-এর মতো বিষয় থেকে প্রশ্ন করা হয়।
ম্যাগাজিন কর্তৃপক্ষ জানায়, আমরা কিছুদিন ধরে চ্যাটজিপিটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছি। এই চ্যাটবটের কঠিন সব পরীক্ষা এবং ইন্টারভিউতে উত্তীর্ণ হওয়ার ক্ষমতা দেখে কৌতূহলী হয়েছি। সে কারণে আমরা ভেবেছিলাম, চ্যাটজিপিটি কি ইউপিএসসি পাস করতে পারবে?
চ্যাটজিটিপিকে ইউপিএসসি প্রিলি ২০২২ এর প্রশ্নপত্র ১ (সেট এ) থেকে ১০০ টি প্রশ্ন করা হয়। যার মধ্যে এটি মাত্র ৫৪টি প্রশ্নের উত্তর সঠিক ভাবে দিতে পারে।
চ্যাটজিটিপিকে প্রশ্ন করা হলে জানায়, তার তথ্যভাণ্ডার ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত সীমাবদ্ধ। এরপরের কোনো ঘটনা নিয়ে প্রশ্ন করলে উত্তর দেওয়া তার পক্ষে সম্ভব নয়।
অবশ্য ম্যাগাজিনটি দাবি করেছে, চ্যাটজিপিটি অর্থনীতি এবং ভূগোলের মতো বিষয়ের উত্তর দিতে ভুল করেছে। যা বর্তমান সময়ের কোনো ঘটনা নয়। এটি ইতিহাসের উপর একটি সাধারণ প্রশ্নের উত্তর দিতে ভুল করেছে।
তবে এটিই প্রথম ভারতীয় পরীক্ষা নয় যেটিতে চ্যাটজিপিটি ব্যর্থ হয়েছে।
সম্প্রতি, একজন ইউটিউবার জেইই এর কিছু প্রশ্ন চ্যাটজিটিপিকে করে। চ্যাটবটটি তার বেশিরভাগ প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হয়। যৌথ প্রবেশিকা পরীক্ষা বা জেইই হলো আইআইটি এবং এনআইটি সহ ভারতের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজের ভর্তি পরীক্ষা। পরীক্ষাটি দুইটি ধাপে হয়ে থাকে জেইই-মেইন এবং জেইই-অ্যাডভান্সড।