রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশনে স্নাতক পাসে চাকরির সুযোগ, বেতন ২৪ হাজার
রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের রিলেশনশিপ বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম : রিলেশনশিপ অফিসার। পদের সংখ্যা : ৬টি। আবেদন যোগ্যতা : যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর। যেকোনো স্বনামধন্য কল সেন্টারে ৩ বছর কাজের অভিজ্ঞতা।
বয়সসীমা ৩০ বছর। এছাড়া সদস্যদের সঙ্গে সুন্দর সাবলীলভাবে কথা বলায় পারদর্শী হতে হবে। অফিসের যাবতীয় ফাইল সংরক্ষণ এবং কাজে দক্ষ হতে হবে।
প্রতিদিনের পরিকল্পনা এবং প্রতিবেদন প্রস্তুত করার কাজে অভিজ্ঞ হতে হবে। চাপ সামলে কাজের আগ্রহ থাকতে হবে।
বেতন ও সুযোগ সুবিধা : শিক্ষানবীশকালেই বেতন ২৩০০০ টাকা। স্থায়ী হওয়ার পর ২৪৬৬৬ টাকা প্রদান করা হবে। এছাড়া মোবাইল বিল ও নীতিমালা অনুযায়ী টিএ, ডিএ প্রদান করা হবে।
স্টাফ কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব ভাতা, বৈশাখী ভাতা (মূল বেতনের ৩০), সিটি ভাতা, কর্মস্থলে আবাসন সুবিধা, সাপ্তাহিক ছুটি ২ দিন, চিকিৎসা তহবিল ও স্টাফ কল্যাণ তহবিল হতে আর্থিক সুবিধা প্রদান করা হবে। আবাসন ঋণ, প্রভিডেন্ট ফান্ড ঋণ ও কম্পিউটার ঋণ সুবিধা আছে।
আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।
আবেদনের শেষ তারিখ : ১২ মার্চ, ২০২৩