ন্যূনতম সেকেন্ড ক্লাসে ন্যাশনাল ব্যাংকে চাকরির সুযোগ
ন্যাশনাল ব্যাংক লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ডিভিশনে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম : হেড অব ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ডিভিশন। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : মাস্টার্স পাস করতে হবে। একাডেমিক পর্যায়ে কমপক্ষে সেকেন্ড ক্লাস থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ থাকা যাবে না।
সিএ, সিএমএ, সিএফএ বিষয়ে জানাশোনা থাকতে হবে। বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীর কমপক্ষে ২০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরমধ্যে ৫ বছর কোনো বাণিজ্যিক ব্যাংকের হেড অব আইসি/সিডি বিভাগে কাজের আগ্রহ থাকতে হবে।
বিশ্লেষণ করার সক্ষমতা থাকতে হবে। রিটেইল ফাইন্যান্স, ক্রেডিট রিস্ক ফ্যাক্টর, পলিসি অ্যান্ড গাইডলাইন, ইন্ডাস্ট্রি ও মার্কেট ডায়নামিক বিষয়ে জানাশোনা থাকতে হবে।
চূড়ান্ত নিয়োগের পর ঢাকায় কাজের আগ্রহ থাকতে হবে।
আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।
আবেদনের শেষ তারিখ : ১৬ মার্চ, ২০২৩
বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। এছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।