শাবনূর – পূর্ণিমার নতুন ছবি আপনাকে মুগ্ধ করবেই
জনপ্রিয় নায়িকা শাবনূর ও পূর্ণিমা। সম্প্রতি অস্ট্রেলিয়ার সিডনিতে একসঙ্গে দেখা গেলে ঢালিউডের জনপ্রিয় এই দুই নায়িকাকে।
দেখা হতেই পূর্ণিমাকে আদর করে ‘পূন্নী’ বলে সম্বোধন করে হাসতে হাসতে জড়িয়ে ধরেন শাবনূর। পূর্ণিমাও ‘আপু’ ডাকে বহুদিন পর দেখা পাওয়া বড় বোনের মতোই আলিঙ্গন করেন শাবনূরকে। বিদেশবিভুঁইয়ে এ যেন এক শতভাগ খাঁটি বাঙালিয়ানায় দুই সতীর্থের পুনর্মিলনী।
এ সময় পূর্ণিমা ও তাঁর স্বামী আশফাকুর রহমান, কন্যা আরশিয়া উমাইজা; শাবনূর ও তাঁর ছেলে আইজান নেহান এবং পারিবারিক বন্ধুর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। গতকাল সিডনিতে এভাবেই দেখা করেছেন এই দুই নায়িকা। দুজনই নিজ জীবনের সোনালি অতীত আর ব্যস্ত বর্তমান নিয়ে খোশগপ্পে দিনভর সময় কাটিয়েছেন, খাবার খেয়েছেন। একসঙ্গে অনেক রাত পর্যন্ত আড্ডা মেরেছেন দুই তারকা।
পূর্ণিমা ও শাবনূর পরস্পরকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন। চলচ্চিত্রজগৎ থেকে দীর্ঘ বিরতিতে থাকার পরও তুমুল জনপ্রিয় ব্যক্তিত্ব শাবনূর এই প্রতিবেদককে বলেন, ‘অনেক দিন পর পূর্ণিমার সঙ্গে দেখা করতে পেরে ভালো লাগছে। অনেকের ধারণা, পূর্ণিমার সঙ্গে আমার দা-কুমড়া সম্পর্ক, কিন্তু এটা ঠিক নয়। আমি ওর বহুমাত্রিক কাজ খুব উপভোগ করি। তাকে সিডনিতে দেখে খুব ভালো লাগছে। আমরা চলচ্চিত্রে আমাদের পুরোনো দিনের কথা মনে করে অনেক মজা পেয়েছি।’
পূর্ণিমা সিডনিতে শাবনূরের সঙ্গে দেখা করে আনন্দিত বলে জানান। তিনি বলেন, ‘আমার খুবই পছন্দের অভিনেত্রী শাবনূর আপু। ফুলের পাপড়ির মতো সম্পর্ক আমাদের। আমার খুব পছন্দের একজন অভিনেত্রী আর আমি তাঁকে দেখেই চলচ্চিত্রে এসেছি, তাঁকে দেখেই শিখেছি। এখানে (সিডনিতে) শাবনূর আপুর সঙ্গে দেখা করাটা আনন্দের ও বিস্ময়ের। বাংলাদেশে আমরা দারুণ সময় কাটিয়েছিলাম। আর এত বছর পর আবার দেখা করতে পেরে বিস্ময় লাগছে।’
প্রথমবারের মতো অস্ট্রেলিয়া ভ্রমণে এসেছেন পূর্ণিমা। গত ২১ ফেব্রুয়ারি সপরিবার সিডনিতে পৌঁছেছেন তিনি। সফরসঙ্গী হিসেবে তাঁর সঙ্গে রয়েছেন স্বামী আশফাকুর রহমান ও কন্যা আরশিয়া উমাইজা। ব্যস্ত সময় থেকে ছুটি নিয়ে পরিবারের সঙ্গে অবসর কাটাতে এই সফর। চলতি সপ্তাহেই দেশে ফিরে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর।
প্রথম আলো