চাকরির খবর
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে নিয়োগ, এখনই আবেদন করুন
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি উপ-মহাব্যবস্থাপক মোঃ. জাকির হোসেন বরাত দিয়ে এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
ব্যাংকটি প্যানেল আইনজীবী পদে ৬২ জন নিয়োগ দেবে। এরমধ্যে নাটোর, বগুড়া, জয়পুরহাট, পাবনা, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, দিনাজপুর জেলায় নিয়োগ দেওয়া হবে।
আগ্রহীদের আইন বিভাগ, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয় এবং স্ব-স্ব জেলায় অবস্থিত সংশ্লিষ্ট জোনাল কার্যালয় থেকে আবেদন ফরম সংগ্রহ ও পূরণ সাপেক্ষে জমা দেওয়া যাবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে সংশ্লিষ্ট জোনের প্যানেল আইনজীবী পদের জন্য শুধুমাত্র উক্ত জেলা আইনজীবী সমিতির তালিকাভুক্ত সদস্যরা আবেদন করতে পারবেন।
আগ্রহীরা আগামী ৩০ মার্চের মধ্যে আবেদন দাখিল করতে পারবেন।