পছন্দের মেয়ে পাত্তা না দিলে কি করবেন?
কার মনে কখন কাকে ভালোলেগে যায় তা আগে থেকে বলা মুশকিল। হয়তো হঠাৎই কাউকে দেখে আপনার মনে হলো, একে না পেলে জীবনটা অর্থহীন! হতে পারে সে স্বল্প পরিচিত অথবা একেবারেই অচেনা। ধরুন, আপনি একজন মেয়েকে মনে মনে খুব পছন্দ করেন কিন্তু সে আপনাকে একদমই পাত্তা দিচ্ছে না, তখন কী করবেন?
মনের ওপর নিয়ন্ত্রণ আনা সহজ নয়। সব সময় তা সম্ভবও হয় না। মন মাঝে মাঝে এমনকিছু কাজ করে বসে যে কারণে পরবর্তীতে কষ্ট পেতে হয়। যাকে মনে ধরেছে সে আপনার দিকে ফিরেও তাকাচ্ছে না, এটিও নিশ্চয়ই কষ্টকর! পছন্দের মেয়েটির পাত্তা পেতে চাইলে আপনাকে করতে হবে কিছু কাজ। চলুন জেনে নেওয়া যাক-
আরেকটু স্মার্ট হোন
আপনি কেমন মানুষ তা অন্য কেউ জানতে পারবে আপনার সঙ্গে মেশার পর। তবে কারও নজরে পড়তে চাইলে সবার আগে নিজেকে স্মার্ট করে তুলতে হবে। কেবল পোশাকই নয়, সেইসঙ্গে আচরণ, কথাবার্তা সবকিছুতেই থাকুক স্মার্টনেস। একটু স্টাইল থাকা মন্দ কিছু নয়। পরিচ্ছন্ন এবং গোছানো থাকুন। নিজেকে রাখুন ফিটফাট। এতে তার পাত্তা পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে।
যোগাযোগের উপায় খুঁজুন
যাকে ভালোলাগে, তার পরিচিতদের সঙ্গে কথা বলার চেষ্টা করুন। তাদের সঙ্গে যোগাযোগ করুন। এরপর তার কাছে পৌঁছানোর রাস্তাও খুঁজে পাবেন সহজে। কোনও না কোনও উপায় ঠিকই বের হবে। তাদের মাধ্যমে পরিচিত হতে পারেন। মেয়েটি যখন বিশ্বস্ত কারও মাধ্যমে আপনার খোঁজ পাবে তখন আপনার প্রতি তার শুরুতেই এক ধরনের আস্থা চলে আসবে। এই যোগসূত্র আপনাকেই খুঁজে বের করতে হবে। কোনো ধরনের চেনা-পরিচয় ছাড়া হুট করেই সামনে গিয়ে দাঁড়াবেন না।
কারণ জানুন
আপনি নানাভাবে তার কাছে পৌঁছানোর চেষ্টা করছেন কিন্তু সে আপনাকে কোনো ধরনের পাত্তাই দিচ্ছে না। ফিরেও তাকাচ্ছে না আপনার দিকে। এর কারণ কী হতে পারে তা আগে জানার চেষ্টা করুন। যদি সঠিক কারণ জানতে পারেন তবে আপনার জন্য পথটা সহজ হবে। যদি সে আগে থেকেই কোনো সম্পর্কে থাকে তবে সে পথে আর না এগোনেই ভালো। তখন নিজের মনকে বুঝিয়ে ফিরে আসুন। আর যদি অন্য কোনো কারণ হয়ে থাকে তবে সেটি ঠিক কী, তা খুঁজে বের করুন।
কথা বলার চেষ্টা থাকুক
আপনাকে মুখ ফুটে কথা বলতে হবে। যদি সব সময় চুপচাপ থাকেন তবে আপনার মনের কথা সে কখনো জানতে পারবে না। কীভাবে এবং কোন কথাগুলো বলবেন তা আগে থেকে গুছিয়ে রাখতে পারেন। তবে খেয়াল রাখবেন, আপনার কথার কারণে যেন সে বিরক্ত না হয়। আপনি যদি আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলতে জানেন তবে আপনার প্রতি তার আকর্ষণ স্বাভাবিকভাবেই সৃষ্টি হতে পারে।
সে হয়তো আপনার জন্য নয়
অনেক চেষ্টার পরও যদি তার সঙ্গে ভালোবাসার সম্পর্ক সৃষ্টি না হয় তবে আরেকবার ভাবুন। এর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে। সে আপনার কাছে পছন্দের একজন, কিন্তু আপনি তার কাছে তেমন কেউ না-ই হতে পারেন। এত চেষ্টার পরেও যাকে পেলেন না, ধরে নিন সে আপনার জন্য নয়।