বিনোদন

মনামীর নীল বিকিনি পরা ছবি ভাইরাল!

সমুদ্রের সঙ্গে রংমিলান্তি নীল বিকিনি, সাদা কুরুশের কাজ করা লং ড্রেস। চুলে আলগা হাত খোঁপা উঁচু করে বাঁধা। হাতে সোডা, চোখে নীল রোদচশমা। ফুকেতের সমুদ্রপাড়ে এই রূপেই আঁচ ছড়ালেন অভিনেত্রী মনামী ঘোষ।

ছবি পোস্ট করে ক্যাপশনে মনামী লিখেছেন, ‘স্বপ্ন! আমি তোমাকেই দেখছি!’ এমন আকুতি ভরা ক্যাপশনে মন মজেছে অনুরাগীদের। অভিনেত্রীর এমন লুক কেন? প্রশ্ন অনেকেরই। কেউ আবার প্রশংসায় ভরিয়েছেন তার কমেন্ট বক্স।

অনেকে আবার একটু কটাক্ষের মেজাজে তাকে সংস্কার ও সংস্কৃতির পথে থাকার পরামর্শ দিয়েছেন। তবে সেসব পাত্তা না দিয়ে সমুদ্রের পানে চেয়েই নিবিড় হয়েছেন মনামী।

সম্প্রতি ‘পদাতিক’ ছবিতে ‘গীতা সেন’ এর লুকে নজর কেড়েছেন তিনি। মেকআপের জৌলুস নেই। শাড়ি, চুলে এলো খোঁপা, কপালে বড় টিপ। এই প্রথম সৃজিত মুখার্জির ছবিতে চঞ্চল চৌধুরীর সঙ্গে জুটি বাঁধছেন তিনি। সংবাদ মাধ্যমে কথা দিয়েছেন নিজের সবটা তিনি উজাড় করে দেবেন এই ছবির জন্য।

সংশ্লিষ্ট খবর

Back to top button