চাকরির খবর

ওয়াটারএইডে চাকরির সুযোগ, বেতন ৮৮ হাজার

ওয়াটারএইড বাংলাদেশ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশে চলমান প্রজেক্টের জন্য লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: সিনিয়র টেকনিক্যাল অফিসার। পদের সংখ্যা: ১। আবেদন যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল/ এনভায়রনমেন্টাল/ ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। স্নাতকোত্তর ডিগ্রি থাকলেও চলবে। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

ইঞ্জিনিয়ারিং/ ডেভেলপমেন্ট সেক্টর/ ওয়াশ প্রকল্পে ৫-৬ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ওয়াটার, স্যানিটেশন অ্যান্ড হাইজিন বিষয়ে জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে জানাশোনা থাকতে হবে।

কম্পিউটার পরিচালনায় দক্ষতাসহ ডেটা কালেকশন, অ্যানালাইসিস, প্রোগ্রামিং ও মডেলিংয়ে অভিজ্ঞ হতে হবে। উপস্থাপনা ও নেতৃত্বের দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

চূড়ান্ত নিয়োগের পর ঢাকায় কাজের আগ্রহ থাকতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ৮৮,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি, জীবন বিমা, স্বামী/ স্ত্রী ও সন্তানের স্বাস্থ্যবিমা ও মুঠোফোন বিল দেওয়া হবে।

যেভাবে আবেদন : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে

আবেদনের শেষ তারিখ: ৪ মার্চ ২০২৩।

সংশ্লিষ্ট খবর

Back to top button