উরফির মালামাল নিয়ে পালাল উবার চালক!

খোলামেলা ও অদ্ভুত পোশাকের কারণে সব সময়ই আলোচনায় থাকেন উরফি। তাকে নিয়ে কটাক্ষ, উপহাস, বিদ্রূপ চলতেই থাকে। পোশাকের কারণে থানা-পুলিশ পর্যন্ত যেতে হয় তাকে। যৌন হেনস্থা, ভিডিও কলে কুপ্রস্তাব ইত্যাদি বিষয়ে মুখ খুলেছেন একাধিকবার। এবার বাস্তব জীবনেও হেনস্থার শিকার হয়েছেন তিনি।

সম্প্রতি অ্যাপ ক্যাবে বিমানবন্দরে যেতে ৬ ঘণ্টার জন্য উবারে গাড়ি বুক করেছিলেন তিনি। মাঝরাস্তায় খেতে নামতেই তার মালামাল নিয়ে পালিয়ে যায় চালক। তার টিকিটি দেখতে না পেয়ে এক পুরুষবন্ধুকে বিষয়টি জানান উরফি। সেই ব্যক্তির হস্তক্ষেপে পরিস্থিতি বদলায়।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক পোস্টে এ অভিজ্ঞতা প্রকাশ করেন উরফি।

পোস্টে তিনি লেখেন, ‌‘আমার বন্ধুর কড়া কথা শুনে সেই চালক ১ ঘণ্টা পর ফিরে আসে। মদ খেয়ে মাতাল ওই ব্যক্তি হাঁটতেই পারছিল না, টলতে টলতে মিথ্যা বলে চলল। সে নাকি লোকেশনেই অপেক্ষা করছিল। এ দিকে আমরা দেখেছি আমাদের অবস্থান থেকে এক ঘণ্টার দূরত্বে সে (চালক) গাড়ি নিয়ে চলে গিয়েছে। আমি ফোন করে করে কিছু করতে পারিনি। আমার বন্ধুকে বলতে কাজ হলো।’

উরফির এ অভিজ্ঞতা শুনে অনুরাগীদের অনেকেই সহানুভূতি প্রকাশ করেছেন। অ্যাপ ক্যাবে উঠে নিজেদের দুর্ভোগের কথা ফলাও করে জানান অনেকেই। খোলা মেলা পোশাকে বিতর্কের ঝড় তুললেও উরফির অনুরাগীর সংখ্যা কম নয়। তাকে যেমন নিন্দায় ভরানোর মানুষ রয়েছে, তেমনই ভালোবাসেনও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *