এবার টু-ফ্যাক্টর অথেনটিকেশনের জন্য অর্থ নেবে টুইটার!

টু ফ্যাক্টর অথেনটিকেশনের জন্য ব্যবহারকারীদের মোবাইলে যে এসএমএস পাঠানো হবে তার জন্যও টাকা নেবে টুইটার। আগামী ২০ মার্চের পর টুইটার শুধু তার ভেরিফায়েড ব্যবহারকারীদের টু ফ্যাক্টর অথেনটিকেশন সুবিধা দেবে।

গত শুক্রবার প্রতিষ্ঠানটি জানিয়েছে, যেসব ব্যবহারকারী টাকা দেবে শুধু তাদেরই টু ফ্যাক্টর অথেন্টিকেশনের জন্য এসএমএস পাঠানো হবে।

শুক্রবার এক ব্লগ পোস্টে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, টুএফএ একটি জনপ্রিয় ফিচার হলেও দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখেছি ফোন নম্বর ভিত্তিক টুএফএ অসৎ ব্যক্তিরা এর অপব্যবহার করছে। আজ থেকে আমরা টুইটার ব্লু সাবস্ক্রাইবার না হওয়া পর্যন্ত অ্যাকাউন্টগুলোকে টুএফএর টেক্সট মেসেজ পদ্ধতিতে নাম নথিভুক্ত করার অনুমতি দেব না।

টুইটার অ্যাকাউন্ট সুরক্ষার এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালে মাত্র ২.৬% টুইটার ব্যবহারকারীর টুএফএ পদ্ধতি সক্ষম ছিল এবং তাদের মধ্যে ৭৪.৪% এসএমএস অথেনটিকেশনে ব্যবহার করেছিলেন।

টুইটারের পক্ষ থেকে বলা হয়, নন-সাবস্ক্রাইবাররা টেক্সট মেথড নিষ্ক্রিয় করতে এবং টুএফএ ব্যবহার করে সাইন ইন করার জন্য অন্য উপায়ে নিবন্ধন করতে ৩০ দিন সময় পাবেন।

টুইটার জানিয়েছে, টেক্সট ম্যাসেজ টুএফএ নিষ্ক্রিয় করলে ব্যবহারকারীর ফোন নম্বর স্বয়ংক্রিয়ভাবে তাদের অ্যাকাউন্ট থেকে বিচ্ছিন্ন হবে না।

সামাজিক যোগাযোগমাধ্যমসহ অন্যান্য ব্যক্তিগত অ্যাকাউন্ট আরো বেশি সুরক্ষিত রাখার একটি উপায় হলো টু ফ্যাক্টর অথেনটিকেশন। এ পদ্ধতি চালু করা থাকলে শুধু পাসওয়ার্ড দিয়েই অ্যাকাউন্টে লগইন করা যায় না। এর জন্য প্রয়োজন হয় গ্রাহকের মোবাইলে পাঠানো একটি ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি), যা মাত্র একবারই ব্যবহার করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *