কনসার্টে হামলার শিকার সোনু নিগম!

মুম্বাইয়ে হামলার শিকার হয়েছেন সংগীত শিল্পী সোনু নিগম ও তার সঙ্গীরা। সোমবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অনুষ্ঠান চলাকালে মুম্বাইয়ের চেম্বুর এলাকায় তিনি হামলার শিকার হন।

এই ঘটনায় তার বন্ধু রব্বানি খান আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় একটি সূত্র।

সোমবার সন্ধ্যায় চেম্বুরের অনুষ্ঠানে গান গাইছিলেন সোনু। ওই সময় স্থানীয় শিবসেনা বিধায়কের ছেলে সোনুর ম্যানেজার সায়রার সঙ্গে অভব্য আচরণ করেন বলে অভিযোগ ওঠে। অনুষ্ঠান চলাকালে বিধায়কের ছেলে ম্যানেজার সায়রাকে মঞ্চ থেকে নেমে যেতে বলেন। তখন মঞ্চ থেকে নামছিলেন সোনুও।

অভিযোগ, ওই সময় সোনুকে ধাক্কা মারেন বিধায়কের ছেলে। এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। যদিও ওই ভিডিওটির সত্যতা যাচাই করা যায়নি।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সোনুকে ধাক্কা দেওয়ার সময় বিধায়কের ছেলে ও সোনুর মাঝখানে চলে আসেন দেহরক্ষী। তাকে ধাক্কা মেরে সিঁড়ি থেকে ফেলে দেন বিধায়কের ছেলে। এরপর সোনুকে ধরতে গেলে তাকে রক্ষা করতে এগিয়ে আসেন গায়কের বন্ধু রব্বানি খান। এরপর রব্বানিকে ধাক্কা মারেন অভিযুক্ত।

প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রায় সাত ফুট নীচে পড়ে যান রব্বানি। এই ঘটনায় গায়কের কোনো চোট লাগেনি। তবে তাকে রক্ষা করতে গিয়ে দু’জন আহত হন। রব্বানি সোনু নিগমের গুরু ওস্তাদ গুলাম মোস্তাফা খানের ছেলে।

সর্বশেষ খবর অনুযায়ী, আহত দু’জনকেই হাসপাতালে নিয়ে গিয়েছেন সোনু। তাদের আঘাত গুরুতর কি না তা জানতে এক্স-রে করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *