শ্যাম্পুর ও কন্ডিশনার ব্যবহারের নিয়ম বদলে ফেলুন

বেশিরভাগ মানুষই শ্যাম্পুর পর কন্ডিশনার ব্যবহার করেন। চুল মসৃণ ও নরম থাকে বলেই এমনটি করা হয়ে থাকে। কিন্তু এই নিয়ম আসলেই কি ফলদায়ক? সাম্প্রতিক কিছু সমীক্ষা বলছে, শ্যাম্পুর পরে নয়, বরং আগে কন্ডিশনার ব্যবহার করা জরুরি। কী কী উপকার পাওয়া যায় এতে?

চুলের স্বাস্থ্য ভালো থাকে
প্রথমে কন্ডিশনার মাখলে চুলে সরাসরি তেল এবং অন্যান্য প্রয়োজনীয় উপাদান পৌঁছাবে। শ্যাম্পু করার পর কন্ডিশনার মাখলে সেই সুযোগ কম থাকে।

রুক্ষ চুলে কোমলতা ফেরে
আপনার চুল যদি খুব রুক্ষ এবং শুষ্ক হয় তাহলে শ্যাম্পুর আগেই কন্ডিশনার ব্যবহার করুন। এতে চুল কোমল এবং মসৃণ হবে।

চুল ভালো পরিষ্কার হয়
শ্যাম্পু করার অন্যতম উদ্দেশ্য হলো চুলের ময়লা দূর করা। সেই লক্ষ্য পূরণ করতে শ্যাম্পুর আগেই কন্ডিশনার ব্যবহার করুন। চুল ভালোভাবে পরিষ্কার হবে।

চুল পড়া কমে
চুল ঝরার সমস্যা নিয়ে নাজেহাল অনেকেই। সেই সমস্যা আরও বেড়ে যেতে পারে যদি শ্যাম্পুর পর কন্ডিশনার মাখেন। চুলের গোড়া আলগা হয়ে গেলে চুল পড়ে। তাই চুলের গোড়া শক্তিশালী এবং মজবুত করতে শ্যাম্পুর আগে কন্ডিশনার ব্যবহার করুন।

চুলের ঘনত্ব বাড়াতে
পাতলা চুল সৌন্দর্যের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। তাই চুলের ঘনত্ব প্রয়োজন। শ্যাম্পুর পর কন্ডিশনার মাখলে চুল পাতলা হয়ে যেতে পারে। চুলে ফোলা ভাব আনতে প্রথমে কন্ডিশনার মাখুন। তারপর শ্যাম্পু করুন। তাতে উপকার পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *