লাইফস্টাইল

ইনস্ট্যান্ট নুডলস শিশুদের যে বিপদের কারণ হচ্ছে

শিশুদের পছন্দের খাবারের তালিকায় রয়েছে ইনস্ট্যান্ট নুডলস। অনেক শিশুই খুশি হয়ে এটি খেয়ে থাকে। তবে এই খাবার থেকেই ঘটতে পারে মারাত্মক বিপদ! শিকাগো বিশ্ববিদ্যালয়ের গবেষকদের করা গবেষণা জানাচ্ছে, গত এক বছরে আমেরিকায় একতৃতীয়াংশ শিশু অগ্নিদগ্ধ হয়েছে ইনস্ট্যান্ট নুডলস বানাতে গিয়ে।

ইউশিকাগো মেডিসিনের বার্ন সেন্টারের গবেষকদলের করা একটি গবেষণায় উঠে এসেছে আরও মারাত্মক কয়েকটি তথ্য। ২০১০ থেকে ২০২০ সাল পর্যন্ত এই হাসপাতালে যে সংখ্যক শিশু অগ্নিদগ্ধ হয়ে ভর্তি হয়েছিল, তাদের অধিকাংশ নিজের হাতে ম্যাগি বানাতে গিয়ে আহত হয়েছে। পরিসংখ্যান জানাচ্ছে, এক বছরে ৭৯০টি আগুনে পোড়ার ঘটনা নথিভুক্ত করা হয়েছে। তার মধ্যে ৩১ শতাংশ শিশু।

রিপোর্টে আরও জানা গিয়েছে, অনেক সময়ে বাড়িতে একা থাকে শিশুরা। তাৎক্ষণিক ক্ষুধা মেটাতে তারা ভরসা রাখে ইনস্ট্যান্ট নুডলসের ওপর। ম্যাগি হলেও তা বানাতে মাইক্রোওয়েভ কিংবা গ্যাসের ব্যবহার বাধ্যতামূলক। সেই সময়ে দুর্ঘটনা ঘটে যায় অনেক ক্ষেত্রে।

এ ছাড়া ইনস্ট্যান্ট নুডলস নিমেষে তৈরি হয়ে যাওয়ার পর তা থেকে গরম ঝোল ছিটকে এসে অনেক সময়ে এই রকম দুর্ঘটনা ঘটে যেতে পারে। তবে এই ধরনের বিপদ থেকে ঝুঁকির আশঙ্কা তুলনায় কম। আমেরিকায় প্রতি বছর ১০ লাখ শিশু এই কারণে আহত হয়। গবেষকরা তাই অভিভাবকদের উদ্দেশে শিশুকে সুরক্ষিত রাখতে কিছু পরামর্শ দিয়েছেন।

তারা জানাচ্ছেন, শিশুরা একা একা নুডলস বানিয়ে নেওয়ার জেদ করলেও একেবারে একা ছেড়ে দেওয়া ঠিক নয়। পাশে অবশ্যই যেন একজন বড় কেউ থাকেন। এ ছাড়া মাইক্রোওয়েভে তৈরি করা নুডলসের পাত্রটি যতক্ষণ না ঠান্ডা হচ্ছে, সেই সময়টুকু শিশুর নাগালের বাইরে রাখুন।

সংশ্লিষ্ট খবর

Back to top button