তথ্যপ্রযুক্তি
কর্মী ছাঁটাই করবে ওয়াল্ট ডিজনি!
কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে এন্টারটেইনমেন্ট জায়ান্ট ওয়াল্ট ডিজনি লিমিটেড। প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী ৭ হাজার কর্মী ছাঁটাই করবে বলে জানিয়েছেন প্রধান নির্বাহী কর্মকর্তা বব ইগার।
সবশেষ প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশের পর এ সিদ্ধান্ত জানিয়ে ইগার বলেছেন, খুব সহজে আমি এই সিদ্ধান্ত নিচ্ছি তা কিন্তু নয়, বিশ্বব্যাপী আমাদের কর্মীদের প্রতিভা এবং উৎসর্গকে আমি সম্মান ও প্রশংসা জানাই।
২০২১ সালের আগস্টের সবশেষ তথ্যানুযায়ী, বহুজাতিভিত্তিক আমেরিকান মালিকানাধীন কোম্পানির ১ লাখ ৯০ হাজার কর্মী রয়েছে। যার মধ্যে ৮০ শতাংশই ফুল-টাইম।
ওয়াল্ট ডিজনি প্রতিষ্ঠিত স্ট্রিমিং সার্ভিস কোম্পানিটি গত প্রান্তিকে প্রথমবারের মতো গ্রাহক হারাতে থাকে। যার প্রভাব পড়ে কোম্পানির মুনাফায়।
সূত্র : এনডিটিভি