সকলকে টেক্কা দিয়ে শীর্ষে ‘অনুরাগের ছোঁয়া’,‘মিঠাই’এর নাম নেই টিআরপি তালিকায়

চলতি সপ্তাহের টিআরপি তালিকা প্রকাশ্যে আসতেই শোরগোল দর্শকমহলে। একেবারে অপ্রত্যাশিত ভাবে জায়গা বদল হয়েছে সমস্ত ধারাবাহিকের। টেলিভিশনের পর্দায় খুব সম্প্রতি শুরু হয়েছে এক ঝাঁক নতুন ধারাবাহিক। আর এখন দর্শকদের পছন্দ অনুযায়ী তারাই টেক্কা দিচ্ছে পুরনোদের। এবার নজর রাখার যাক চলতি সপ্তাহের টিআরপি তালিকায়।
দেখে নিন এই সপ্তাহের টিআরপি তালিকায় কার দৌড় কতদূর:
১) অনুরাগের ছোঁয়া – ৮.৮ (স্টার জলসা)
২) জগদ্ধাত্রী – ৮.৬ (জি বাংলা)
৩) গৌরী এল – ৮.০ (জি বাংলা)
৪) নিম ফুলের মধু – ৭.৮ (জি বাংলা)
৫) খেলনা বাড়ি – ৭.৫ (জি বাংলা)
৬) বাংলা মিডিয়াম – ৭.১ (স্টার জলসা), পঞ্চমী – ৭.১ (স্টার জলসা)
৭) রাঙা বৌ – ৬.৯ (জি বাংলা)
৮) এক্কা দোক্কা – ৬.৮ (স্টার জলসা)
৯) মেয়েবেলা – ৬.৩ (স্টার জলসা)
১০) গাঁটছড়া – ৬.২ (স্টার জলসা)
বলাই বাহুল্য, চলতি সপ্তাহের টিআরপি তালিকায় এগিয়ে রয়েছে স্টার জলসা। সদ্য শুরু হওয়া ‘মেয়েবেলা’ ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে টিআরপি তালিকায়। ৬.৩ রেটিং নিয়ে রয়েছে তালিকার নবম স্থানে। পাশাপাশি নজর কেড়েছে দর্শকদেরও। জি বাংলার ‘নিম ফুলের মধু’র ফল ভালো চলতি সপ্তাহে। ৭.৮ রেটিং নিয়ে রয়েছে তালিকার চতুর্থ স্থানে।