বিনোদন

শাহরুখ খানের মেয়ে সুহানাকে নিয়ে ভবিষ্যদ্বাণী !

বাবার মতো জনপ্রিয়তার পথে ছুটছেন বলিউড বাদশা শাহরুখ কন্যা সুহানা। তিনি সংবাদের শিরোনামও হচ্ছেন মাঝে মধ্যে। শাহরুখ কন্যা সুহানা বলিউউডে যাত্রা শুরু করতে যাচ্ছেন জোয়া আখতারের সিনেমার মাধ্যমে।

জনপ্রিয় ‘আর্চিজ’ কমিকসের ভারতীয় সংস্করণ ‘দ্য আর্চিজ’ সিনেমায় দেখা যাবে শাহরুখ খানের কন্যাকে। এখনও সিনেমাটি মুক্তি পায়নি, তবে এরই মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছেন সুহানা।

এদিকে সুহানার প্রশংসায় পঞ্চমুখ অভিনেত্রী নীনা গুপ্ত। পাশাপাশি তিনি সুহানার ক্যারিয়ার নিয়ে ভবিষ্যদ্বাণীও করেছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নীনা অকপটে জানান, নবাগতদের মধ্যে সুহানাকেই তার ভীষণ পছন্দ। পাশপাশি এই প্রজন্মের অভিনেত্রীদের নিয়েও নিজের মতপ্রকাশ করেন তিনি।

সাধারণত নেটদুনিয়ায় হালফ্যাশনের পশ্চিমা পোশাকেই ভক্তদের মাতিয়ে রাখেন সুহানা। নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে ফিল্ম স্টাডিজে অধ্যয়নরত সুহানার ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা ২৪ লাখেরও বেশি! সুহানা যে অভিনেত্রী হওয়ার আগেই প্রচারের আলোয় তা বলার অপেক্ষা রাখে না। এবার সুহানার ফ্যাশন, চলন, স্টাইলের প্রশংসা করলেন নীনা।

এক সাক্ষাৎকারে নীনা বলেন, ‘এই প্রজন্মের ছেলে-মেয়েদের মধ্যে আমার মনে হয় সুহানা পথপ্রদর্শক হতে পারবে। যদিও মতামত আমার ব্যক্তিগত। তার তাকানো, চলন, এমনকি যতটুকু অভিনয় দেখেছি সেটাও বেশ ভালো লেগেছে। আমার মনে হয় ওকে পর্দায় ভালো লাগবে।’

সংশ্লিষ্ট খবর

Back to top button