লাইফস্টাইল

ইমারজেন্সি পিল কি? কখন খেতে হয়? উপকারিতা ও অপকারিতা

ইমারজেন্সি পিল কি? এটি কখন খেতে হয়? ইমার্জেন্সি জন্মনিরোধক পিল খাওয়া নিরাপদ। অপরিকল্পিত শারীরিক সম্পর্কে অনেক সময় অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের ঝুঁকি রয়ে যায়। এই অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের ঝুঁকি এড়াতে আজকাল জরুরি গর্ভনিরোধক ইমারজেন্সি পিল খাওয়ার প্রচলন রয়েছে।

এই পরিস্থিতিতে গর্ভধারণের ঝুঁকি এড়াতে জন্মনিয়ন্ত্রক ওষুধের সাহায্য নেন বেশিরভাগ নারী। গর্ভনিরোধক ওষুধ খেলে পার্শ্বপ্রতিক্রিয়া বা কী কী প্রতিক্রিয়ার ঝুঁকি থাকে, এ বিষয়ে আমাদের অনেকেরই তেমন ধারণা নেই।

ইমারজেন্সি পিল কি?

গর্ভনিরোধক ওষুধকে অনেকে ‘মর্নিং আফটার পিল’ও বলে থাকেন। তবে এই ওষুধ সঙ্গমের পরের দিন সকালেই খেতে হবে এমন কোনো কথা নেই। রাতে সঙ্গমের পরও খেতে পারেন। যত তাড়াতাড়ি খাবেন, ততো ভালো কাজ করবে গর্ভনিরোধক ওষুধ।

গর্ভনিরোধক ওষুধ গর্ভপাত করায় না, শুধু ডিম্বস্ফোটন বা ওভিউলেশনের সময় পিছিয়ে দিয়ে গর্ভধারণের ঝুঁকি এড়াতে সাহায্য করে। তাই গর্ভধারণের পর এই জাতীয় ওষুধ খেলে কোনো কাজ হবে না।

গর্ভনিরোধক ওষুধ খেলে ওজন বেড়ে যাবে ভেবে অনেকেই ভয় পান। যদিও এর সঙ্গে ওজন বাড়ার কোনো সম্পর্ক নেই।

কোনো গর্ভনিরোধক ওষুধই গর্ভধারণ রোধ করার শতভাগ প্রতিশ্রুতি দেয় না। তাই কিছু ক্ষেত্রে ওষুধ খাওয়ার পরও প্রেগন্যান্ট হওয়ার ঝুঁকি থাকে।

ইমারজেন্সি পিল খেলে কি মাসিক হয়?

মাসিকের সময় ইমারজেন্সি পিল খেলে কি হয়? গর্ভনিরোধক ওষুধ খাওয়ার ফলে পিরিয়ড সাইকেল অনিয়মিত হতে পারে। এ ছাড়া মাথা ঘোরা, বমির মতো সমস্যা হতে পারে।

অপরিকল্পিত গর্ভধারণ রুখতে গর্ভনিরোধক ওষুধই শেষ কথা নয়। এ ক্ষেত্রে সবচেয়ে কার্যকর হলো কপার আইইউডি। এটি ১০ বছর পর্যন্ত প্রেগন্যান্সি রুখতে সক্ষম।

ইমারজেন্সি পিল কখন খেতে হয়?

অপরিকল্পিতভাবে শারীরিক সম্পর্কের পর প্রথমেই গর্ভনিরোধক ওষুধ না খেয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

ইমারজেন্সি পিল এর পার্শ্বপ্রতিক্রিয়া

ইমারজেন্সি পিল খাওয়ার ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয়। যেমন- মাথা ব্যথা, বমি বমি ভাব, পেট ব্যথা, মাথা ঘোরা, মাসিক চক্র পরিবর্তন, স্বাভাবিকের চেয়ে ভারী বা হালকা রক্ত প্রবাহ, স্তনে ব্যথা, অবসাদ ও বমি।

ইমার্জেন্সি জন্মনিরোধক পিল খাওয়া কি নিরাপদ?

জরুরী গর্ভনিরোধক মূলত বেশিরভাগ মহিলাদের জন্য নিরাপদ বলে মনে করা হয়। জরুরী গর্ভনিরোধের ব্যবহার করার পরে গুরুতর ক্ষতির কোন রিপোর্ট নেই। যাইহোক, যদি আপনি অন্য কোন ওষুধে থাকেন, তবে জরুরী যে আপনি জরুরী গর্ভনিরোধক ব্যবহার করা নিরাপদ কিনা তা আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করুন।

সংশ্লিষ্ট খবর

Back to top button