চাকরির খবর

এনজিওতে মাসিক ৩৫ হাজার বেতনে চাকরির সুযোগ

এনজিও সংস্থা মানবিক সাহায্য সংস্থা (এমএসএস) প্রতিষ্ঠানটি তাদের ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : এক্সিকিউটিভ অফিসার। পদের সংখ্যা : ১টি। আবেদন যোগ্যতা : এমকম, এমবিএস/ এমবিএ পাস করতে হবে। তবে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ২ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

মাইক্রোফাইন্যান্সে কাজের অভিজ্ঞতা থাকলে বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে। প্রার্থীর বয়সসীমা ৩৫ বছরের মধ্যে হতে হবে। কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। এমএস অফিস ও অ্যাকাউন্ট বিষয়ক সফটওয়্যার চালনায় দক্ষ হতে হবে।

বিশ্লেষণ করার সক্ষমতা থাকতে হবে। যোগাযোগ দক্ষতা থাকতে হবে। ইংরেজি ও বাংলা ভাষায় সাবলীল হতে হবে। সমস্যা সমাধানে পারদর্শী হতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা : ২৮০০০-৩০০০০ টাকা। তবে কনফার্মেশন করার পর ৩০ হাজার -৩৫ হাজার টাকা প্রদান করা হবে। সঙ্গে কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুয়েটি, উৎসব ভাতা প্রদান করা হবে।

আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে

আবেদনের শেষ তারিখ : ৯ ফেব্রুয়ারি, ২০২৩

সংশ্লিষ্ট খবর

Back to top button