সঞ্জয়কে ৭২ কোটি রুপি লিখে দিয়েছিলেন ভক্ত

ঘটনাটি ২০১৮ সালের। নিশা পাতিল নামের এক নারী ভক্ত মৃত্যুর আগে সঞ্জয়ের নামে নিজের নিজের ৭২ কোটি রুপির সহায় সম্পত্তি লিখে দিয়ে যান। এ খবর অভিনেতা জানতে পেরেছিলেন নিশার মৃত্যুর ১৪ দিন পর। থানা থেকে ফোন করে খবরটি জানানো হয়েছিল তাকে।
ভক্তের এমন ভালোবাসায় হতভম্ব হয়েছিলেন সঞ্জয়। ভাবতেও পারেননি কেউ তাকে ভালোবেসে নিজের সর্বস্ব লিখে দিতে পারে! তবে ওই সম্পত্তি গ্রহণ করেননি অভিনেতা। তিনি বলেছিলেন, ‘আমাদের মতো অভিনেতার নামে লোকে সন্তানের নাম রাখেন, রাস্তায় পিছু নেন, উপহারও পাঠান। কিন্তু এই ঘটনা আমাকে হতবাক করেছে। আমি নিশাকে চিনি না। কিন্তু তিনি যা করেছেন তার পর আমি বাক্যহারা। সম্পত্তির এক কণাও আমি দাবি করব না।’
এদিকে ব্যাংক থেকে সঞ্জয়কে জানানো হয়েছিল নমিনি হিসাবে তার নামই উল্লেখ করা হয়েছে। আইনজীবীরাও যোগাযোগ করেছিলেন তার সঙ্গে। কিন্তু এ অভিনেতা নিজের সিদ্ধান্তে ছিলেন অনড়। ভক্তের ভালোবাসাকে সম্মান জানিয়ে তিনি জানিয়েছিলেন মৃতের পরিবারই প্রাপ্য ওই সম্পত্তির, তিনি নন। আর এজন্য কোনো আইনি প্রক্রিয়ায় যেতে হলে তাতেও তিনি রাজি আছেন বলে জানিয়েছিলেন।