তথ্যপ্রযুক্তি

বাংলাদেশের বাজারে ইলেকট্রিক কার, এক চার্জে যাবে ৩০০ কিলোমিটার

মাত্র ৭ সেকেন্ডে ১০০ কিলোমিটার গতি সঞ্চারণের ক্ষমতা! এক চার্জে যাবে ৩০০ কিলোমিটার। এই প্রথম দে‌শে বিলাসবহুল এমন ইলেক‌ট্রিক গা‌ড়ি আনল অডি বাংলাদেশ। ম‌ডেল আউডি ই-ট্রন ৫০ কোয়া‌ট্রো।

এই ইলেকট্রিক গা‌ড়ি বি‌ক্রির জন্য ইতোম‌ধ্যে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)-তে ইভি ক্যাটাগরির অধীনে নিবন্ধন করা হ‌য়ে‌ছে।

আউডি ইট্রনের প্রাথমিক ফিচারগুলোর মধ্যে রয়েছে মেট্রিক্স এলইডি হেডলাইটস, এডাপটিভ এয়ার সাসপেনশান, ভার্চুয়াল ককপিট প্লাস, ২০ আউডি এলয় হুইলস, প্রাইভেসি গ্লাস, প্যানারমিক গ্লাস সানরুফ, ৪ জোন ক্লাইমেট চেঞ্জ কনট্রোল এসি, লেদার সিটস, ৩৬০ ডিগ্রি সারাউন্ড ভিউ ক্যামেরাসহ আরো অনেক কিছু।

রাজধানীর তেজগাঁও-এ অবস্থিত অডি বাংলাদেশ শোরুম- প্রোগ্রেস মটরস ইম্পোর্টস লিমিটেডের মাধ্যমে বাংলাদেশে অডি ই-ট্রন পাওয়া যাবে। দাম ১.৫৯ কোটি টাকা।

অডি ই-ট্রনে ৮ বছরের ব্যাটারি ওয়ারেন্টিসহ দুই বছরের ম্যানুফ্যাকচারার ওয়ারেন্টি থাকছে এবং সেই সাথে ওয়ারেন্টি পাঁচ বছর পর্যন্ত বর্ধিত করিয়ে নেওয়ার সুব্যবস্থাও রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button