বিনোদন

নতুন ওয়েব সিরিজে মিম

ক্যারিয়ারের সুবর্ণ সময় পার করছেন বিদ্যা সিনহা মিম। গেল বছর ‘পরাণ’ সুপারহিট হওয়ার তিনি যেন হাওয়ায় ভাসছেন। একই বছরে মুক্তি পাওয়া ‘দামাল’ ছবিতেও তার অভিনয় প্রশংসিত হয়েছে। এ বছর অভিনয় করছেন টলিউড সুপারস্টার জিতের বিরুদ্ধে ‘মানুষ’ সিনেমায়।

এদিকে হইচই প্ল্যাটফর্মের জন্য নির্মিতব্য একটি ওয়েব সিরিজে অভিনয় করবেন মিম। সেটি নির্মান করবেন সানী সানোয়ার। তবে নতুন এই কাজ সম্পর্কে তেমন কোনো তথ্য জানাননি এ নায়িকা।

মিম এখন কলকাতায় অবস্থান করছেন। সেখান থেকে তিনি বলেন, ‘ওয়েব সিরিজটি সম্পর্কে এখনই কিছু বলতে চাচ্ছি না। এটা হইচই প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে জানাবে। তাদের গল্প বলার ধরন আমার ভালো লাগে। আশা করি ভালো কিছু হবে।’

এই ওয়েব সিরিজ নিয়ে সানী সানোয়ারও আনুষ্ঠানিক কিছু বলতে চাননি। জানিয়েছেন, হইচই থেকেই আনুষ্ঠানিকভাবে বিশদ জানাবে। এতে মিমের সঙ্গে পর্দা ভাগাভাগি করবেন এফএস নাঈম। এ ছাড়া আরও আছেন সুমিত সেনগুপ্ত।

সংশ্লিষ্ট খবর

Back to top button