কম দামের ফোনে ফ্ল্যাগশিপের ফিচার
সাশ্রয়ী দামের ফোনে ফ্ল্যাগশিপ ডিভাইসের ফিচার নিয়ে এলো অপো এ৭৮ ৫জি। ৫জি কানেক্টিভিটির এই ফোনে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ রয়েছে।
এই ফোনের ভেতরে রয়েছে মিডিয়াটেক হেলিও ৭০০ চিপসেট। ডিসপ্লের উপরে রয়েছে ওয়াটারড্রপ স্টাইল নচ। দুইটি রঙে এই ল্যাপটপ কেনা যাবে।
oppoঅপো এ৭৮ ৫জি মডেলের ফোনের প্রাইমারি ক্যামেরায় রয়েছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। এই ব্যাটারি চার্জ দেওয়ার জন্য ৩৩ ওয়াটের সুপারভোক ফাস্ট চার্জার দিয়ে অপো। কোম্পানির দাবি এক চার্জে এই ফোনে ২৩ ঘণ্টা প্লে ব্যাক পাওয়া যাবে।
অপো এ৭৮ ৫জি মডেলের ফোন চলবে অ্যানড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে। সঙ্গে কালারওএস ১৩ কাস্টম লেয়ার দেওয়া হয়েছে।
oppo৬.৫৬ ইঞ্চির এই ডিভাইসে আইপিএস এলসিডি ডিসপ্লে দিয়েছে অপো। এই ডিসপ্লেতে রয়েছে ৯০ হার্জ রিফ্রেশ রেট। ফোনের ভিতরে রয়েছে ৭ এনএম মিডিয়াটেক হেলিও ৭০০ চিপসেট।
ফোনটিতে ৮ জিবি র্যাম থাকলেও মেমোরি ফিউশনের মাধ্যমে র্যাম ১২ জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।
oppoঅপোর নতুন ডিভাইসটির পেছনে রয়েছে ডুয়েল ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় ৫০ মেগাপিক্সেলের সেন্সর রয়েছে। সঙ্গে রয়েছে ২ মেগাপিক্সেলের ক্যামেরা। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য অপো এ৭৮ ৫জি মডেলে রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট শুটার। এই ফোনে ১২৮ জিবি স্টোরেজ দিয়েছে অপো।
ডিভাইসটি কেনা যাবে ২০ হাজার টাকার মধ্যে।