চাকরির খবর

১ লাখ ৯০ হাজার টাকা বেতনে ঢাকায় আন্তর্জাতিক সংস্থায় চাকরি সুযোগ

আআন্তর্জাতিক সংস্থা ট্রান্সলেটরস উইদাউট বর্ডারস বাংলাদেশ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি ঢাকায় চলমান প্রজেক্টের জন্য লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: প্রোগ্রাম ডেভেলপমেন্ট স্পেশালিস্ট। পদের সংখ্যা: ১। আবেদন যোগ্যতা: ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ও হিউম্যানিটারিয়ান এইড বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

যেকোনো দেশি বা আন্তর্জাতিক সংস্থায় সংশ্লিষ্ট পদে ৫ বছরের বেশি কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ল্যাঙ্গুয়েজ টেকনোলজি বিষয়ে জানাশোনা থাকতে হবে।

বিজ্ঞপ্তি অনুসারে বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। অন্য কোনো ভাষা বা বাংলাদেশের কোনো আঞ্চলিক ভাষা জানা থাকলে বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। উপস্থাপনায় পারদর্শী হতে হবে। ভ্রমণের মানসিকতা থাকতে হবে।

নিয়োগ দেওয়া হবে চুক্তিভিত্তিক। তবে চুক্তি নবায়নযোগ্য। চূড়ান্ত নিয়োগের পর ঢাকার কান্ট্রি অফিসে কাজ কররতে হবে।

বেতন: মাসিক বেতন ১,৯০,০০০ থেকে ২,১০,০০০ টাকা।

আবেদন যেভাবে : আগ্রহীদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদন করতে ক্লিক করুন এখানে

আবেদনের শেষ তারিখ: ১ ফেব্রুয়ারি ২০২৩।

সংশ্লিষ্ট খবর

Back to top button