স্বাস্থ্য সেবা বিভাগে ৬ মাসের চুক্তিভিত্তিক নিয়োগঃ বেতন ১০ লাখের বেশি
স্বাস্থ্য সেবা বিভাগ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির আওতাধীন বাংলাদেশ কান্ট্রি কোঅর্ডিনেটিং মেকানিজম (বিসিসিএম) চুক্তিভিত্তিক লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা ই-মেইলের আবেদনপত্র পাঠাতে পারবেন।
পদের নাম: কনসালট্যান্ট, ম্যাপিং অ্যান্ড পজিশনিং। পদের সংখ্যা: ১। আবেদন যোগ্যতা: পাবলিক হেলথে স্নাতকোত্তর ডিগ্রিসহ সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অথবা পাবলিক হেলথে স্নাতকোত্তর ডিগ্রিসহ এমবিবিএস ডিগ্রি থাকতে হবে।
বিজ্ঞপ্তি অনুসারে পাবলিক হেলথ প্রজেক্টে কপমক্ষে ১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। জাতীয় বা আন্তর্জাতিক সংস্থায় হেলথ গভর্ন্যান্সে ম্যানেজারিয়াল পদে কমপক্ষে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
টিবি, ম্যালেরিয়া ও এইচআইভি প্রোগ্রামে প্রজেক্ট প্ল্যানিং, মনিটরিং ও ইভল্যুশনে অভিজ্ঞ হতে হবে। বাংলাদেশের সরকারের স্বাস্থ্যসংশ্লিষ্ট প্রকল্পে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা ৪৫ থেকে ৫৫ বছরের মধ্যে হতে হবে। নির্বাচিতদের ৬ মাসের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে।
বেতন ও সুযোগ সুবিধা : ৬ মাসের চুক্তির জন্য জন্য মোট ১০ হাজার মার্কিন ডলার প্রদান করা হবে। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ লাখ ৩৩ হাজার ৯৩১ টাকা। তবে মোট টাকা ৬ মাসের হিসাবে ভাগ করে প্রতি মাসে প্রদান করা হবে।
আবেদন যেভাবে : আগ্রহীদের কভার লেটার, পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার সব সনদ, অভিজ্ঞতার সনদ ও জাতীয় পরিচয়পত্রের স্ক্যান কপি এই bccmcoordinato@gmail.com ঠিকানায় ই-মেইল করতে হবে।
আবেদনের শেষ সময়: ২৬ জানুয়ারি ২০২৩।