বিনোদন

অর্থের বদলে যে পারিশ্রমিক নিলেন স্বস্তিকা

কলকাতার ছোটপর্দার অভিনেত্রী স্বস্তিকা দত্তের সঙ্গে কণ্ঠশিল্পী শোভন গঙ্গোপাধ্যায়ের নাম জড়িয়ে কম কথা হয়নি টলিউডে। বিষয়টি তারাও উপভোগ করেছেন। তবে মধুর সম্পর্ক থাকা সত্ত্বেও এই আলোচিত জুটিকে পর্দায় দেখা যায়নি।

এবার অনুরাগীদের সে আক্ষেপ ঘুচতে চলেছে। শোভনের গানের মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন স্বস্তিকা। তবে এর জন্য টাকা-পয়সা নেননি এ অভিনেত্রী। পারিশ্রমিক হিসেবে নিয়েছেন অন্যকিছু। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

‘একা বসে থাকি‘ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন স্বস্তিকা। এটাই তাদের প্রথম কাজ। গানের কথা সুর শোভনের। পাশাপাশি মিউজিক ভিডিওটি পরিচলনাও করেছেন তিনি।

এদিকে শোভনের এই মিউজিক ভিডিওতে অভিনয় প্রসঙ্গে স্বস্তিকা বলেন, ‘এই প্রথম আমরা একসঙ্গে কাজ করছি। আমি চাইনি কোনো পেশাদারি সম্পর্ক তৈরি হোক। কিন্তু শোভন বলল না এই গানে আমাকে দেখতে চা‌য়।‘

এ সময় পারিশ্রমিক প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, ‘না ব্যাংকে চেক ঢোকেনি। কিন্তু ভালো উপহার পেয়েছি। একটা গুচ্চির ব্যাগ উপহার পেয়েছি। আর কী চাই!‘

কলকাতার বিভিন্ন অলিগলিতে মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে। এদিকে এ খবর শোনার পর থেকে স্বস্তিকা-শোভনের সম্পর্কের প্রতি শ্রদ্ধা বেড়ে গেছে নেটিজেনদের। তাদের মতে, সম্পর্কের কাছে যে অর্থ মূল্যহীন তারই প্রমাণ দিলেন এই জুটি।

সংশ্লিষ্ট খবর

Back to top button