বিনোদন

বিদ্যা সিনহা মীমের নতুন ছবিগুলো দেখেছেন কি?

জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মীম। শুধু অভিনয়ে নয়, সৌন্দর্য দিয়েও জায়গা করে নিয়েছেন লাখ লাখ ফলোয়ার। প্রতিদিনই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সুন্দর সুন্দর ছবি।

জনপ্রিয় মডেল অভিনেত্রী বিদ্যা সিনহা মীম সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি দেখুন।

বিদ্যা সিনহা মিম (Bidya Sinha Mim) একজন মডেল, অভিনেত্রী এবং লেখিকা। লাক্স চ্যানেল আই সুপার স্টার।

বাংলাদেশের একজন মডেল, অভিনেত্রী মীমের জীবনী, বয়স, শিক্ষা, উচ্চতা ও ওজন, সিনেমা নিয়ে অনেক আলোচনা চলছে।

লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৭ প্রতিযোগিতায় তিনি প্রথম-স্থান লাভ করেন। একই বছরে হুমায়ুন আহমেদ পরিচালিত আমার আছে জল চলচ্চিত্রের মাধ্যমে তার চলচিত্রে অভিষেক হয়।

বিদ্যা সিনহা সাহা মীম ১৯৯২ সালের ১০ নভেম্বর রাজশাহী জেলার বাঘা উপজেলায় বিরেন্দ্র নাথ সাহা ও ছবি সাহার ঘরে জন্মগ্রহণ করেন।

বিদ্যা সিনহা সাহা মীম তার প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে, পরে তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ-এ ইংরেজি বিভাগে পড়াশোনা করেছেন, যেখানে তিনি ইংরেজি সাহিত্যে ব্যাচেলর অব আর্টস (বিএ) ডিগ্রি অর্জন করেন।

হুমায়ুন আহমেদ পরিচালিত আমার আছে জল চলচ্চিত্রে অসাধারন অভিনয় করে মীম সবার নজরে আসেন। এই চলচ্চিত্রে অভিনয় করে তিনি মেরিল-প্রথম আলো পুরস্কার-এ সমালোচকদের বিচারে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয়শিল্পীর পুরস্কার লাভ করেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button