বিনোদন
অন্তর্বাস ছাড়াই সেলফিতে এষার চমক!
এষা গুপ্ত খোলামেলা পোশাকে সবসময় সামনে আসেন। নতুন করে দেখা দিলেন ইনস্টাগ্রামে। অন্তর্বাস ছাড়াই পোস্ট করলেন সেলফি।
ইনস্টাগ্রামে নিজের একটি মিরর-সেলফি পোস্ট করেছেন এষা। ছোট্ট কালো স্কার্ট, বোতাম খোলা গোলাপি শার্টে আয়নার সামনে দাঁড়িয়ে অভিনেত্রী। ব্রা-এর আড়াল নেই। শার্টের পিছন থেকে উঁকিঝুঁকি উন্মুক্ত স্তনযুগলের।
এমন উত্তেজক ছবিতে লাস্যময়ী অভিনেত্রীকে দেখে চোখ কপালে ওঠার জোগাড় অনুরাগীদেরও! মন্তব্যে, প্রশংসায় ভরিয়ে দিয়েছেন এষার পোস্টের নীচে। নিমেষে নেটমাধ্যমে ছড়িয়ে গিয়েছে ‘টোটাল ধমাল’-এর অভিনেত্রীর ‘সাহসী’ ছবি।
মডেল থেকে অভিনেত্রী হয়ে বলিউডে পা রেখেছিলেন ‘জন্নত ২’ ছবিতে। ‘বেবি’, ‘রুস্তম’, ‘রাজ থ্রিডি’-সহ একাধিক ছবিতে কাজ করেছেন এষা।